ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় খুদে শিক্ষার্থীদের সঞ্চয় ১০ কোটি টাকা

প্রকাশিত: ০৪:২৪, ২৮ অক্টোবর ২০১৮

নওগাঁয় খুদে শিক্ষার্থীদের সঞ্চয় ১০ কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় এ পর্যন্ত ৩৩ হাজার ৪৩৪ জন খুদে শিক্ষার্থী স্কুল ব্যাংকিং সেবার আওতায় এসেছে। তাদের সঞ্চয়ের পরিমাণ ১০ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা। শনিবার নওগাঁয় অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। এ কনফারেন্সের নেতৃত্বে ছিল ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। নওগাঁয় সব তফসিলি ব্যাংকের অংশগ্রহণে শহরের একটি হোটেল মিলনায়তনে আয়োজিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক মোহসিন আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক জগন্নাথ চন্দ্র ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৯টায় নওগাঁ জিলা স্কুল মাঠ থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কনফারেন্স মিলনায়তনে গিয়ে মিলিত হয়। কনফারেন্সে নওগাঁর ৩৫টি তফসিলী ব্যাংকের প্রতিনিধি এবং ৩৫টি বিদ্যালয়ের পাঁচজন করে স্কুল ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী ও একজন করে শিক্ষক অংশগ্রহণ করেন। কনফারেন্সে স্কুল ব্যাংকিং সেবা দেয়া নওগাঁর ৩৫টি ব্যাংক তাদের কার্যক্রম তুলে ধরে।
×