ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোটালীপাড়ায় ৫০ দুগ্ধ-সমবায়ী পেল ২ লাখ ৪০ হাজার টাকা

প্রকাশিত: ০৪:২৪, ২৮ অক্টোবর ২০১৮

কোটালীপাড়ায় ৫০ দুগ্ধ-সমবায়ী পেল ২ লাখ ৪০ হাজার টাকা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫০ জন দুগ্ধ-সমবায়ীর প্রত্যেককে ২ লাখ ৪০ হাজার টাকা করে ঋণ দিয়েছে বাংলাদেশ মিল্ক ইউনিয়ন। এর মধ্যে গাভী ক্রয়ের জন্য ২ লাখ এবং গো-খাদ্য ক্রয়ের জন্য সুদবিহীন ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। ‘বৃহত্তর ফরিদপুর চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদি পশুর জাত উন্নয়ন ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা স্থাপন’ প্রকল্পের আওতায় শনিবার বেলা সাড়ে ১১টায় কোটালীপাড়ার বাপার্ড-সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে সুফলভোগী দরিদ্র সমবায়ীদের হাতে এসব ঋণের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা। বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোঃ আতাহার আলী। আলোচনায় অন্যদের মধ্যে কোটালীপাড়া বাপার্ডের মহা-পরিচালক শেখ মোঃ মনিরুজ্জামান, ইউএনও এসএম মাহফুজুর রহমান, সমবায়ী সীমা বল ও নিতাই বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প-পরিচালক আবুল করিম। বক্তারা জানিয়েছেন, খুব শীঘ্রই আমরা দুধেও স্বয়ং-সম্পূর্ণ হব। আমাদের আর দুধ আমদানি করতে হবে না, বরং আমাদের উৎপাদিত দুগ্ধজাত পণ্য আমরা রফতানি করতে পারব।
×