ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স

প্রকাশিত: ০৪:২৪, ২৮ অক্টোবর ২০১৮

কিশোরগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ সকল তফসিলী ব্যাংকে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে বত্রিশস্থ উৎসব কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুন্সী আবু জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়াও বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম, এডিসি (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক খোন্দকার আব্দুল কাইয়ুম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, স্কুল ব্যাংকিং কনফারেন্সের আহ্বায়ক ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক শেখ শাহীনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ থেকে ১৮ বছরের নিচের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের এক শ’ টাকায় ব্যাংক হিসাব নম্বর খোলা হয়। এসব স্কুল ব্যাংক হিসাব নম্বরে অভিভাবকের সঙ্গে শিক্ষার্থীরা যৌথভাবে লেনদেন করবে। এতে করে ব্যাংক তাদের বার্ষিক কোন চার্জ কেটে নিবে না। অনুষ্ঠানে লিড ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেডসহ সকল তফসিলী ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা ছাড়াও শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
×