ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ারের সংশোধনী

প্রকাশিত: ০৪:২০, ২৮ অক্টোবর ২০১৮

জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ারের সংশোধনী

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ারে সংশোধনীর বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর বিশেষ সাধারন সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৭ নবেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশোধনীতে কোম্পানিটি ২ : ১ আর অনুপাতে অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে শেয়ারবাজারে ৪ কোটি ৯২ লাখ ৭৬ হাজার ৩৫০টি রাইট শেয়ার ছেড়ে ৪৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা উত্তোলন করা হবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এর আগে কোম্পানিটি ১ : ১ আর অনুপাতে অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট ইস্যুর মাধ্যমে ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা উত্তোলন করার অনুমতি পেয়েছিল। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা। তবে গত ২২ জুলাই কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে রাইট শেয়ারের সাবস্ক্রিপশন পূর্বনির্ধারিত তারিখ বাতিল করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ারে ২৯ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আবেদনের দিন নির্ধারণ ছিল। কিন্তু কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি রাইট শেয়ার বাতিল করে। কোম্পানিটিকে সিকিউরিটিজ আইন পরিপালনপূর্বক পুনরায় সংশোধিত রাইটস শেয়ার প্রস্তাবের আবেদন কমিশনে দাখিল করতে বলা হয়।
×