ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্ডে বিনিয়োগে আইসিবির কর্পোরেট উদ্যোক্তাদের বাধা কাটল

প্রকাশিত: ০৪:২০, ২৮ অক্টোবর ২০১৮

বন্ডে বিনিয়োগে আইসিবির কর্পোরেট উদ্যোক্তাদের বাধা কাটল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রস্তাবিত ২ হাজার কোটি টাকার বন্ডে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিনিয়োগে সব বাধা দূর হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ও আইসিবির কর্মকর্তারা জানিয়েছেন, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বন্ডে এর উদ্যোক্তা-পরিচালকদের বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধ রয়েছে। এদিকে পরিকল্পনা অনুসারে, আইসিবির ইস্যু করতে যাওয়া ২ হাজার কোটি টাকার বন্ডের মূল বিনিয়োগকারী হতে যাচ্ছে সরকারের বিভিন্ন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। কিন্তু এসব প্রতিষ্ঠান আবার আইসিবির কর্পোরেট উদ্যোক্তা-পরিচালকও। এতে বন্ডে তাদের বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিআরপিডির সার্কুলার। মঙ্গলবার শুধু আইসিবির ২ হাজার কোটি টাকার বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বিআরপিডির সংশ্লিষ্ট সার্কুলার পরিপালন থেকে অব্যাহতি দেয়ার আবেদন করে আইসিবি কর্তৃপক্ষ। পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক তা মঞ্জুর করে। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, বন্ডে মূল বিনিয়োগকারীরা আবার আমাদের কর্পোরেট পরিচালকও। বিআরপিডি সার্কুলারের কারণে তারা পুঁজিবাজারকে সাপোর্ট দেয়ার জন্য অনুমোদন পাওয়া ২ হাজার কোটি টাকার বন্ডে বিনিয়োগ করতে গিয়ে কিছু আইনী বাধার সম্মুখীন হচ্ছিলেন। তা দূর করার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানিয়েছিলাম। বৃহস্পতিবার তা কেন্দ্রীয় ব্যাংকে গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের বন্ডে বিনিয়োগে সোনালী, জনতা, অগ্রণী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সাধারণ বীমা কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলোর সামনে আর কোন বাধা রইল না। আশা করছি, খুব দ্রুতই তাদের সাবস্ক্রিপশনের অর্থ আইসিবির হাতে চলে আসবে, যেটি বিনিয়োগ করে আমরা বাজারকে একটি ভাল সাপোর্ট দিতে সক্ষম হবো। প্রসঙ্গত, ৭৫ শতাংশ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের শর্তে সম্প্রতি আইসিবির ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে বাজারে দরপতন ক্রমশ জোরালো হতে থাকায় এ সপ্তাহে সব স্টেকহোল্ডারের বৈঠকে বন্ডের শতভাগ অর্থই পুঁজিবাজারে বিনিয়োগে সম্মত হয় আইসিবি কর্তৃপক্ষ।
×