ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

শেয়ার বিক্রির চাপ কম ক্রেতাও কমেছে

প্রকাশিত: ০৪:২০, ২৮ অক্টোবর ২০১৮

শেয়ার বিক্রির চাপ কম ক্রেতাও কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৯.৭৪ শতাংশ। আর ডিএসই প্রধান সূচক কমেছে ১.৮৫ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক কমেছে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের সাইড লাইনে থাকার নীতির কারণেই সূচকের সঙ্গে লেনদেনের সামান্য পতন হয়েছে। তবে বাজারে আইসিবির বন্ডের দুই হাজার কোটি ও ডিএসইর কৌশলগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির ৯৪৭ কোটি টাকার চলতি সপ্তাহে বিনিয়োগের ঘোষণা আসায় সপ্তাহের শেষ তিনদিন শেয়ার বিক্রির চাপ কমেছে। কিন্তু সেই তুলনায় নতুন ক্রেতা আসেনি। ফলে সপ্তাহ শেষে সূচকই কিছুটা কমেছে। এদিকে গত সপ্তাহের প্রথম দুইদিন বড় ধরনের সূচকের পতনের পর আইসিবিতে বাজার তদারকি কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে আইসিবির বন্ডের পুরো টাকা বাজারে বিনিয়োগের জন্য ঘোষণা দেয়া হয়। শুরুতে বন্ডটির অনুমোদনের সময় ৭৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত দেয়া হয়। কিন্তু পরবর্তীতে বাজার পরিস্থিতি বিবেচনায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয়া হয়। মূলত এরপরেই বাজারে সূচকের ইতিবাচক প্রবণতা দেখা দেয়। শেষ কার্যদিবসেও যা অব্যাহত ছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৪৭ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৭৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছিল। এই হিসেবে লেনদেন কমেছে ১৯ দশমিক ৭৪ শতাংশ। এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ৮৫ শতাংশ বা ৯৯ দশমিক ৪৮ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ বা ১৯ দশমিক ৭৫ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক কমেছে ১ দশমিক ৬ শতাংশ বা ২০ দশমিক ১ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২৬২টির আর অপরিবর্তিত ছিল ২১টির দর। আর লেনদেন হয়নি দুইটির। অন্যদিকে মোট লেনদেনের ৮৫.১২ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৩ দশমিক ৬১ শতাংশ বি ক্যাটাগরির, ৮ দশমিক ৭৫ শতাংশ এন এবং ২ দশমিক ৫২ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে। সাপ্তাহিক লেনদেনের দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৮৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি, স্ট্যাইল ক্রাফট, আলিফ ইন্ডাস্ট্রিজ, শাহজালাল ইসলামী ব্যাংক, দ্য পেনিনসুলা চিটাগং, উত্তরা ফিন্যান্স ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে সিএসইতে মোট ২৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ২১২টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার।
×