ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় সংঘর্ষ ॥ নিহত এক

প্রকাশিত: ০৩:৫১, ২৮ অক্টোবর ২০১৮

মাগুরায় সংঘর্ষ ॥ নিহত এক

নিজস্ব সংবাদাতা, মাগুরা, ২৭ অক্টোবর ॥ শনিবার সকাল ৭টার দিকে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মোঃ আলম মোল্লা (৩৫) নামে একজন নিহত এবং অপর ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত জাফর, সিকিম,মফিজ, সাজ্জাদ নামে ৪জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে তবে কেউ গ্রেফতার হয়নি। জানা যায়, জেলার সদর উপজেলার আমুড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একজন নিহত এবং ৪ জন আহত হয়। আহত ৪ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরবের মেঘনায় নৌকাবাইচ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৭ অক্টোবর ॥ আবহমানকাল থেকে বাংলার ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ। কালের পরিক্রমায় হারিয়ে গেলেও সাম্প্রতিক কয়েক বছর ধরে তা আবার জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে শনিবার বিকেলে ভৈরব পৌরসভার উদ্যোগে মেঘনা নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার। হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ ধরে রাখার জন্য প্রায় প্রতিবছর ভৈরবের মেঘনা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়। ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছের সভাপতিত্বে নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
×