ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মানবের সমাজ বিনির্মাণে সংস্কৃতি চর্চার বিকল্প নেই ॥ নূর

প্রকাশিত: ০৩:৫১, ২৮ অক্টোবর ২০১৮

মানবের সমাজ বিনির্মাণে সংস্কৃতি চর্চার বিকল্প নেই ॥ নূর

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ অক্টোবর ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, বোমাবাজি করে, হলি আর্টিজানের মতো নিষ্পাপ, নিরপরাধ মানুষকে জবাই করে হত্যা করে তারা মানুষ নয়, তারা দানব। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা দানবের সমাজ তৈরি করব নাকি মানবের সমাজ তৈরি করব। যদি মানবের সমাজ তৈরি করতে চাই, তাহলে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। শনিবার নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আজকে আমরা আমাদের ছেলেমেয়েদের মুখগুলো পাঠ্য বইয়ের পাতায় গুজিয়ে রাখছি। জিপিএ-৫ না পেলে জীবনটাই নাকি বৃথা। আজকে শিশু-কিশোরদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুুযোগ নেই। ফলে তারা তাদের ভেতরকার মানবিকতাটাকে হারিয়ে ফেলছে। ধীরে ধীরে সমাজ ও দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মিজানুর, পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁর ২৫ বছরপূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন লিটন। শহরের কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে শনিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মাহফুজুর রহমান।
×