ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক পৌর মেয়র নিহত

প্রকাশিত: ০৩:৫০, ২৮ অক্টোবর ২০১৮

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক পৌর মেয়র নিহত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ অক্টোবর ॥ অটোবাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন কলাপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির (৫৯)। শনিবার দুপুরে তিনি নিহত হন। কলাপাড়া পৌরশহরের রহমতপুর সড়কের গ্রামীণ ব্যাংক স্পটে অটোবাইক উল্টে গুরুতর জখম হন আলমগীর। তার মেয়ে মীম জানান, চিকিৎসা শেষে ঢাকা থেকে তারা সকালে ফিরছিলেন। পৌর শহরের চৌরাস্তা থেকে অটোবাইকে বাসায় ফিরছিলেন। মোড় ঘুরতে গিয়ে অটোবাইক উল্টে তার বাবা গুরুতর জখম হন। শঙ্কটজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজশাহীতে আরোহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে নগরীর উপকণ্ঠ সাইরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বিদ্যুত হোসেন (৩২)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে। সিলেটে শিক্ষার্থী স্টাফ রিপোর্টার সিলেট থেকে জানান, কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় ১ শিক্ষার্থী নিহত ও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। নিহত আশরাফ শামীম (১৯) সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। শনিবার সকাল ১০টার দিকে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের বানীগ্রাম এলাকার পাশে এ ঘটনা ঘটে। শামীম বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ খালপার দক্ষিণ গ্রামের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা নাসির আহমদের পুত্র। মাগুরায় পথচারী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শনিবার সকলে সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে । তার বয়স আনুমানিক ৩৫ বছর । সকালে মাগুরা যশোর সড়কে প্রাতঃভ্রমণ করার সময় একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয় ।
×