ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় দুই শিশু ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫০, ২৮ অক্টোবর ২০১৮

গাইবান্ধায় দুই শিশু ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গাইবান্ধা সদর উপজেলার চকমরাজপুর গ্রামে রবিদাস সম্প্রদায়ের দুই শিশুকে ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে রবিদাস সম্প্রদায়। শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রবিদাস সম্প্রদায়ের পক্ষ থেকেই এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, রাজশাহীর রবিদাস সম্প্রদায় ও আদিবাসী যুব পরিষদের জেলা শাখার আহ্বায়ক উপেন রবিদাস। বক্তব্য দেন- আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, পাবনা জেলা শাখার সভাপতি মিঠুন রবিদাস প্রমুখ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন, কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, নবজাগরণ ছাত্রসমাজের উপদেষ্টা তামিম সিরাজী প্রমুুখ। প্রসঙ্গত, বুধবার বিকেলে গাইবান্ধার চকমরাজপুরে রবিদাস সম্প্রদায়ের একই পরিবারের পাঁচ ও ছয় বছরের দুই শিশুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। নির্যাতিত শিশু দুটি সম্পর্কে ফুপু ও ভাতিজী। শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ আসামি নুরুন্নবী মিয়াকে গ্রেফতার করতে পারেনি।
×