ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেহেরপুরে ১৭ ককটেল উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ অক্টোবর ২০১৮

মেহেরপুরে ১৭ ককটেল উদ্ধার

সংবাদদাতা, মেহেরপুর, ২৭ অক্টোবর ॥ গাংনীতে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াত সমর্থক ২২ জনকে আটক করা হয়েছে। এ সময় ১৭টি ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। গতরাত সাড়ে ১১টার দিকে এ উপজেলার কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক দেখানো হয়। গাংনী থানা পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে বিএনপি-জামায়াতের ২২জনকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি ককটেল বোমা, ৩টি ছুরি ও ৭টি লাঠি। গাংনী থানার এসআই দেলোয়ার হোসেন তাদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। কক্সবাজারে ১৭ জামায়াত নেতা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সৈকতপারের একটি আবাসিক হোটেলে থেকে আটক ১৭ জামায়াত নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার রাতে শহরের কলাতলী এলাকার বে-টাচ নামে জামায়াত নেতাদের মালিকানাধীন হোটেল থেকে তাদের আটক করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। জানা যায়, নাশকতা সৃষ্টির লক্ষ্যে যে হোটেলে গোপন বৈঠক করা হয়েছিল, ওই হোটেলটি যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাশেম আলীসহ কেন্দ্রীয় নেতাদের পরিচালনাধীন ডেভেলপার কোম্পানি মিশন গ্রুপের মালিকানাধীন। আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের প্রার্থনা রয়েছে জানিয়ে সদর মডেল থানার ওসি জানান, উখিয়ার কোটবাজারে জামায়াত-শিবিরের পরিচালিত অরিজিন হাসপাতালের মাসিক সভার নামে ওই গোপন বৈঠক থেকে আটক নেতাকর্মীদের মধ্যে ৯ রোকন পর্যায়ের নেতা রয়েছেন।
×