ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:৪৯, ২৮ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ অক্টোবর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাওয়ার পথে মামুন গাজী (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে কনকদিয়া ইউনিয়নের বীরপাশা সর্বজনীন পূজা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত মামুন গাজীর চাচা খলিলুর রহমান জানান, একই এলাকার সেলিম মুন্সীর ছেলে মিরাজ ও তার কয়েক সাঙ্গোপাঙ্গ মামুনের অষ্টম শ্রেণী পড়ুয়া ভাগ্নি রিয়ামনিকে উত্ত্যক্ত করত। গত বুধবার মামুন বিষয়টি মিরাজের বাবা সেলিম মুন্সীকে অবহিত করেন। তখন এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে মামুন গাজী সেলিম মুন্সীকে মারধর করে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা হয়েছে। ওই ঘটনার জের ধরে শনিবার সেলিম মুন্সীর ছেলে মিরাজ ও জহিরসহ ৮-১০ জন ঘটনার দিন মামুন গাজীকে একটি মোটরবাইক থেকে নামিয়ে টেনেহিঁচড়ে পূজা মন্দিরের সামনে নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। মোটরবাইক চালক জহিরুল ইসলাম জানান, তার গাড়িতে করে মামুন গাজী ও তার দু চাচাত ভাই হাসান বরগুনার তালতলিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাচ্ছিলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি (একাংশের) সাইদুর রহমান হাসান সাংবাদিকদের জানান, নিহত মামুন গাজী কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল।
×