ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীর সপ্তক সঙ্গীত বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৩:৩৫, ২৮ অক্টোবর ২০১৮

ঈশ্বরদীর সপ্তক সঙ্গীত বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে ঈশ্বরদীর একমাত্র ঐতিহ্যবাহী সংস্কৃতি ও নাট্যচর্চা প্রতিষ্ঠান সপ্তক সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সোসাইটি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জুবায়ের হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ঈশ্বরদী শাখার আইন উপদেষ্টা এ্যাডভোকেট হেদায়েতউল হক, সাংবাদিক এ আজাদ হান্নান ও ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আলহাজ ফিরোজুল ইসলাম জুয়েলসহ অন্যরা। পরে কেক কেটে নৃত্য শিল্পী ঐশির জন্ম দিন উদ্যাপন ও প্রতিষ্ঠানের উপদেষ্টা এসিল্যান্ড জুবায়ের হোসেনের বিদায় উপলক্ষে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএ পান্না।
×