ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই সময়ের গীতিকবি ফারুক হাসান

প্রকাশিত: ০৩:৩৫, ২৮ অক্টোবর ২০১৮

এই সময়ের গীতিকবি ফারুক হাসান

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে গান লিখছেন গীতিকবি ফারুক হাসান। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার ফারুক হাসান। ১৯৮৫ সালে চট্টগ্রাম বেতারে এবং ৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হোন। দীর্ঘ এই পথচলায় গীতিকার হিসেবে তার অর্জনও কম নয়। তিনি সিনিয়র শিল্পীর জন্য যেমন গান লিখেছেন, তেমনি এই প্রজন্মের শল্পীদের জন্যও লিখেছেন। প্রবাল চৌধুরী, শিউলি মালা, সাইফুদ্দিন মাহমুদ খান, আগুন, আতিক হাসান, ফাহমিদা রহমান, আলমগীর আলাউদ্দিন, সেলিনা আজাদসহ অনেকের জন্য গান লিখে প্রশংসিত হয়েছেন ফারুক হাসান। তার লেখা গানে উঠে এসেছে, প্রেম, বাস্তবতা, জীবনের গল্প, স্বপ্ন-সুখ-দুঃখ ও বেদনার কাব্য। গান রচনায় সব সময় মগ্ন থাকেন তিনি। একান্তে কখনও নদীর পাড় কিংবা পাহাড়ের কাছেও চলে যান গানের কথা সাজাতে। খুব কাছ থেকে দেখা গল্পগুলো গানের খাতায় বন্দী করেন যতেœ, আপন মনে। শুধু গান লেখা নয়, একাধারে নির্মাতা ও অভিনেতাও তিনি। ৯০ সালে ‘মহান বন্ধুু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর সর্বশেষ বর্তমানে মুক্তিপ্রাপ্ত ‘পবিত্র ভালবাসা’ চলচ্চিত্রে অভিনয় করেও সকলের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি। গান লেখা ও অভিনয়ে থেমে থাকেননি। তিনি অনুষ্ঠান নির্মাতা ও সম্পাদক হিসেবেও সকলের কাছে সমাদৃত হয়েছেন দীর্ঘ সময় ধরে। শিশু কিশোর পএিকা ‘কথন’ সম্পাদনা করছেন এক যুগেরও বেশি সময় ধরে। ফারুক হাসান বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ম্যাগাজিন অনুষ্ঠান ‘সম্ভার ও রজনীগন্ধা’র ও ছোটদের অনুষ্ঠান ‘হৈ চৈ’ গ্রন্থনা ও পরিকল্পনা, পরিচালনা করছেন। তাছাড়া এটিএন বাংলায় ‘সুরের গুঞ্জন’ অনুষ্ঠানটি ফেয়ার টাচের ব্যানারে প্রচার হয়েছে। ফারুক হাসানের ফেয়ার টাচ মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘শেষ উত্তর’ ও ‘ফেরারী সুখ’ নাটক দুটি চ্যানেলে প্রচার হয়েছে। এটিএন বাংলায় সুরের বর্তমান ব্যস্ততায়, নিজের লেখা কয়েকটি গানের মিউজিক ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। একজন গীতিকার গানের প্রথম ধাপের গুরুত্বপূর্ণ মানুষ। তাই সম্মান ও সম্মানী এই দুটো বিষয় নিয়ে জানিয়ে ফারুক হাসান বলেন, বেতারে গীতিকারের সম্মান অনেক বেশি, তা টেলিভিশনে কম। গীতিকারের সম্মান ও সম্মানী দুটোই টেলিভিশনে বেশি হওয়া উচিত। বেতারে যতবার এক গীতিকারের গান বাজবে, ততবার সম্মানী দেয়া হয়। অথচ টেলিভিশনে এই বিষয়টির মূল্যায়ন নাই। এই সময়ে এসেও যদি গীতিকার তার যথাযথ পরিশ্রমের মূল্য ও মূল্যায়ন না পায়, তাহলে নতুন প্রজন্মও সঠিকভাবে পথ খুঁজে পাবে না গানের জগতে। গীতিকার ফারুক হাসান ভবিষ্যতে তার লেখা গান নিয়ে দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে একটি এ্যালবাম প্রকাশ করার আশা প্রকাশ করেন। তার জন্য শুভ কামনা।
×