ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাহাবুব আহসান টনির চলচ্চিত্র ‘গায়েন’

প্রকাশিত: ০৩:৩৪, ২৮ অক্টোবর ২০১৮

মাহাবুব আহসান টনির চলচ্চিত্র ‘গায়েন’

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে ছোট পর্দায় কাজ করে আসছেন নির্মাতা মাহাবুব আহসান টনি । ইতোমধ্যে তিনি বেশ কিছু নাটক, বিজ্ঞাপন ও সিরিয়াল নাটক নির্মাণ করেছেন যা দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে। মাহাবুব আহসান টনি নির্মিত উল্লেখযোগ্য নাটক হলো, ‘সুখ প্রাচীর’, ‘শান্তি নিবাস’,‘অন্তর জ¦ালা’,‘দি ইন্ড’, ‘বেস্ট ফ্রেন্ড’, ‘ভুলের অবসান’, ‘ভালবাসার মৃত্যু’ ইত্যাদি। এছাড়া সম্পাদনার টেবিলে আছে একটি ধারাবাহিক নাটক ‘শ^শুর বাড়ি মধুর হাঁড়ি’। মাহাবুব আহসান টনি এবার বড় পর্দার জন্য একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। চলচ্চিত্রের নাম হলো ‘গায়েন’। ‘গায়েন’ চলচ্চিত্রটি সম্পূর্ণ ফোক রোমান্টিক ভিত্তিক ও গান নির্ভরশীল। এই চলচ্চিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, কাজী উজ্জ্বল। চলচ্চিত্রে পুরনোর অভিনয় শিল্পীদের পাশাপাশি দশর্কদের একজোড়া নতুন মুখ উপহার দেবেন। ‘গায়েন’ গল্পটি শুরু হয়েছে এক গরিব ঘরের সন্তান সুজন তার নেসা হলো গান গাওয়া। আর এই গানের জন্য তাকে ভালবাসে তারই গ্রামের ধনাঢ্য পরিবারের এক মাত্র মেয়ে পরী। তাদের প্রেমের বাধা হয়ে দাঁড়ায় পরীর বাবা। তাই সুজন অর্থাৎ গায়েন বাধ্য হয়ে পরীকে বিয়ে করতে বলে পাশের গ্রামের তার বাল্যবন্ধু মানিককে। মানিক তার বন্ধুর কথা রাখতে গিয়ে পরীকে বিয়ে করে। এভাবে এগিয়ে যায় ‘গায়েন’ চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্রের চিত্রগ্রহণে আছেন স্বপন আহমেদ। ‘গায়েন’ চলচ্চিত্রের জন্য গান লিখছেন সাংবাদিক রেজাউর রহমান রিজভী ও খায়রুল বাশার হিরন। আগামী মাসের শেষের দিকে চলচ্চিত্রটির শূটিং শুরু হবে বলে জানান পরিচালক মাহাবুব আহসান টনি। তিনি আরও জানান, দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি ওপার বাংলা অর্থাৎ কলকাতার দুটি পূর্ণ্যদৈঘ্য চলচ্চিত্র যৌথভাবে পরিচালনা করবেন। ওপার বাংলার পরিচালক থাকছেন রণোজিত মান্ন। চলচ্চিত্র দুটি হলো ‘স্বপ্নের বিসর্জন’, ‘ডার্টি গার্ল’। চলচ্চিত্র দুটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন সরদার মোহাম্মাদ আব্দুস সত্তার। ‘স্বপ্নের বিসর্জন’ ও ‘ডার্টি গার্ল’ চলচ্চিত্র নির্মিত হচ্ছে টালিগঞ্জ কলকাতার এস এস প্রডাকশন ব্যানারে। চলচ্চিত্র দুটিতে অভিনয় করবেন সোনালী, জিৎ, খরাজ মুখার্জি প্রমুখ।
×