ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই প্রযোজনা নিয়ে জাপান যাচ্ছে স্বপ্নদল

প্রকাশিত: ০৩:৩৪, ২৮ অক্টোবর ২০১৮

দুই প্রযোজনা নিয়ে জাপান যাচ্ছে স্বপ্নদল

স্টাফ রিপোর্টার ॥ জাপানের সর্ববৃহৎ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ‘ফেস্টিভ্যাল-টোকিও ২০১৮’-এর আমন্ত্রণে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের দুটি প্রদর্শনী এবং টোকিওর বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে ‘হেলেন কেলার’ নাটকের একটি প্রদর্শনী মঞ্চায়নের জন্য জাপান যাচ্ছে বাংলাদেশের তারুণ্যদীপ্ত নাট্যসংগঠন স্বপ্নদল। ৩৭ দিনব্যাপী ‘ফেস্টিভ্যাল-টোকিও ২০১৮’-এ স্বনামখ্যাত টোকিও মেট্রোপলিটন থিয়েটারের ‘থিয়েটার ওয়েস্ট’ মিলনায়তনে ৩ এবং ৪ নবেম্বর দেশ-বিদেশে দর্শকনন্দিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের প্রদর্শনী এবং ৫ নবেম্বর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের জন্য মনোড্রামা ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ মঞ্চায়ন হবে। ‘বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অন্যদিকে অপূর্ব কুমার কু-ু রচিত ‘হেলেন কেলার’ নাটকেরও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। দূতাবাসে ‘হেলেন কেলার’ প্রদর্শনীতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপান। স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপনের নেতৃত্বে জাপান নাট্যভ্রমণের জন্য নির্বাচিত মোট ১৩ সদস্য হলেনÑ জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, সোনালী রহমান, অর্ক অপু, নিসর্গ শবনম, অনিন্দ্য অন্তরিক্ষ, সুমাইয়া আক্তার ও জাহিদ রিপন। স্বপ্নদলের সদস্যরা আগামী ৩০ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। নাট্যভ্রমণ শেষে আগামী ৭ নবেম্বর ঢাকা ফিরবে। ‘ত্রিংশ শতাব্দী’ নাটক মঞ্চায়ন ছাড়াও ‘ফেস্টিভ্যাল-টোকিও ২০১৮’-এর আমন্ত্রণে টোকিও মেট্রোপলিটন থিয়েটারের ‘এটেলিয়ার ইস্ট’ হলে ২ নবেম্বর জাহিদ রিপন ‘থিয়েটার অব বাংলাদেশে টুডে : কন্টিনিউশন অব ট্রাডিশন এ্যান্ড মর্ডানিজম’ (বাংলাদেশের থিয়েটার আজ : ঐতিহ্য ও আধুনিকতার ধারাবাহিকতা) শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন। জাপানের মূলধারার নাট্যোৎসবে প্রথম বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের নাট্যপ্রদর্শনী উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ পরিকল্পিত ‘ডিসাইফারিং বাংলাদেশ’ (বাংলাদেশ রহস্য-উন্মোচন) শীর্ষক ধারাবাহিক বক্তব্যের দ্বিতীয় দিনে জাহিদ রিপনের উল্লেখিত বক্তব্য ছাড়াও ১ নবেম্বর টোকিও বিশ^বিদ্যালয় ফরেন স্টাডিজ বিভাগের অধ্যাপিকা কিওটো নাইওয়া বাংলাদেশের সাহিত্য সর্ম্পকে এবং ৩ নবেম্বর ফুকুওকা এশিয়ান আর্ট মিউজিয়ামের কিউরেটর মিজ রিনা ইগারাশি বাংলাদেশের চিত্রকলা নিয়ে বক্তব্য রাখবেন। এছাড়া জাহিদ রিপন আগামী ৩১ অক্টোবর জাপানের জাতীয় বেতার ‘এনএইচকে রেডিও ওয়ার্ল্ড সার্ভিস’-এর আমন্ত্রণে স্বপ্নদলের নাট্যকর্ম-নাট্যদর্শন, জাপানে স্বপ্নদলের নাট্যভ্রমণ এবং বাংলাদেশের সম্প্রতি নাট্যচর্চা প্রভৃতি বিষয়ে সাক্ষাতকার অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং ৪ নবেম্বর ‘ত্রিংশ শতাব্দী’র প্রদর্শনী শেষে ‘পোস্ট শো টক’-এ দর্শকের প্রশ্নোত্তর-মুক্তালোচনা পর্বের মুখোমুখি হবেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি এবং পরবর্তী যুদ্ধ-সংঘাত-অনাচার নিয়ে স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ইতোপূর্বে দেশের বাইরে যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে এশিয়ার বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রং মহোৎসব-২০১৫’সহ ভারতের নানা স্থানে আমন্ত্রিত প্রদর্শনীর মাধ্যমে প্রসংশিত হয়। অন্যদিকে, বিশ্বের বিস্ময় মহীয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক স্বপ্নদলের অন্যতম প্রযোজনা মনোড্রামা ‘হেলেন কেলার’ সম্প্রতি ভারতে প্রাচ্য নিউ আলীপুর আয়োজিত ‘পুবের নাট্যগাথা’ আন্তর্জাতিক নাট্যোৎসবে ব্যাপকভাবে দর্শকনন্দিত হয়। স্বপ্নদলের এ দুটি নাট্যপ্রযোজনায়ই ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতি প্রযুক্ত হয়েছে। যা দেশেও দর্শক নন্দিত হয়েছে।
×