ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনন্যার কত্থকে মুগ্ধতার অনুভব

প্রকাশিত: ০৩:৩৩, ২৮ অক্টোবর ২০১৮

অনন্যার কত্থকে মুগ্ধতার অনুভব

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রজন্মের নৃত্যশিল্পী অনন্যা ওয়াফি রহমান। শাস্ত্রীয় ঘরানার নাচের আশ্রয়ে ক্রমশ নিজেকে বিকশিত করছেন। সেই স্রোতধারায় শুক্রবার আরেকবার মুগ্ধ করলেন দর্শকদের। হেমন্ত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাত্রীয় চিত্রশালা মিলনায় পরিবেশন করলেন কত্থক নৃত্য। মুদ্রার সঙ্গে অভিব্যক্তির মেলবন্ধনে উপস্থাপন করলেন কনটেম্পোরারি কত্থক নাচ। সংক্ষিপ্ত পরিবেশনাতেও নৃত্যরসিকদের নয়নে ছড়ালেন ভাললাগার অনুভব। সেই মুগ্ধতার সুবাদে কুড়িয়ে নিলেন মুহুর্মুহু করতালি। আধুনিকতার মিশেলে ইমন রাগের সংযোগে কত্থকের সংক্ষিপ্ত পরিবেশনাটি হয়ে ওঠে অনবদ্য। নাচের সূচনা করেন তবলার বোলে তালে। পায়ের কারুকাজের সঙ্গে দেখা মেলে শিল্পীর চোখের অভিব্যক্তি। এরপর ইমন রাগের বন্দিশে এগিয়ে যায় পরিবেশনা। ‘প্রিয়া কি নাজারিয়া জাদুভারি’ গানের সুরে পরিবেশিত নাচটি অন্যন্যার সঙ্গী হয় আরও দুই নবীন নৃত্যশিল্পী অয়োকা ও আরিশা। অনলাইনভিত্তিক সাংস্কৃতিক সংগঠন স্বরলিপির প্রথম বর্ষপূর্তি উদ্্যাপনের আয়োজনে পরিবেশিত হয় অনন্যা ওয়াফি রহমানের এই নাচ। সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে আলোকচিত্র প্রদর্শনীতে সাজানো হয়েছে দুই দিনব্যাপী এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসান ও প্রখ্যাত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।
×