ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণভোটের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৩:৩২, ২৮ অক্টোবর ২০১৮

গণভোটের সিদ্ধান্ত

জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংসদ। শুক্রবার ওকিনাওয়ার স্থানীয় সংসদের অধিকাংশ সদস্য গণভোট আয়োজনের পক্ষে ভোট দেয়। ওকিনাওয়ার জনগণ ঘাঁটিটি ওই দ্বীপের অন্যত্র স্থানান্তরের বিরোধিতা করে বলছে, এই দ্বীপে মার্কিন ঘাঁটি রাখতে দেয়া হবে না। জাপানের কেন্দ্রীয় সরকার ও যুক্তরাষ্ট্র ওকিনাওয়া দ্বীপের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সামরিক ঘাঁটিটি সরিয়ে ওই দ্বীপেরই কম জনসংখ্যা অধ্যুষিত একটি এলাকায় তা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন দ্বীপবাসী -ও্রয়েবসাইট ম্যালেরিয়া ও ডেঙ্গুর আশঙ্কা ইন্দোনেশিয়ার পালুতে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় জনস্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে। নতুন করে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এক মাস আগে ভূমিকম্প ও সুনামির আঘাতে ল-ভ- হয়ে যাওয়া শহরটিতে ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়তে পারে বলে সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে। ২৮ সেপ্টেম্বর দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭.৫ মাত্রার ভূমিকম্প এবং এর প্রভাবে সুনামির আঘাতে প্রায় ২ হাজার ২শ’ মানুষ মারা যায় ও ২ লাখ ২০ হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়ে –এএফপি
×