ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ইদলিবকে জঙ্গীদের নয়া অভয়ারণ্য হতে দেবে না সিরিয়া’

প্রকাশিত: ০৩:৩২, ২৮ অক্টোবর ২০১৮

‘ইদলিবকে জঙ্গীদের নয়া অভয়ারণ্য হতে দেবে না সিরিয়া’

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে জঙ্গীদের নয়া অভয়ারণ্যে পরিণত হতে দেবে না দামেস্ক। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইদলিব সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং তা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করবে দামেস্ক। -খবর ওয়েবসাইটের সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে উগ্র জঙ্গী গোষ্ঠীগুলোর উৎখাত হয়ে গেলেও তারা বর্তমানে ইদলিব প্রদেশে ঘাঁটি গেড়ে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। সিরিয়ার সেনাবাহিনী ওই প্রদেশ পুনরুদ্ধারের জন্য ব্যাপক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা আধিপত্যকামী শক্তিগুলো সম্ভাব্য এ অভিযান থামিয়ে দেয়ার লক্ষ্যে ব্যাপক চেষ্টা শুরু করেছে। এদিকে সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বাশার জাফারি বলেছেন, মার্কিন জোট সন্ত্রাসীদের অবস্থানকে টার্গেট না করে বাকি সব লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
×