ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিদান দেয়ার সময় আওয়ামী লীগকে সেরকম উদার দেখা যায়না॥ মিলন

প্রকাশিত: ০১:১৩, ২৭ অক্টোবর ২০১৮

প্রতিদান দেয়ার সময় আওয়ামী লীগকে সেরকম উদার দেখা যায়না॥ মিলন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর জাতীয় পার্টির সহযোগিতায় ১৯৯৬ সালে ক্ষমতার স্বাদ পেয়েছে। ২০০৮ সালেও এরশাদের সহযোগীতায় মহাজোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এমনকি সরকারের চরম ক্রান্তিলগ্নে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে আওয়ামী লীগকে চরম খেসারত দিতে হতো। আজ শনিবার দুপুরে রাজধানীর সুরিটোলা মাঠে বংশাল থানা জাপা অয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলন বলেন, ২০ অক্টোবরের মহাসমাবেশ প্রমান করেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ-বিএনপির চেয়ে জাতীয় পার্টিও কোনো অংশে কম নয়। আমরা দেশের উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে মহাজোটে থেকেই নির্বাচন করতে চাই। কিন্তু ক্ষেত্রে ক্ষমতাসীনদেরও বিবেকবান হতে হবে। আমাদেরকে একশ আসনে ছাড় দিতে হবে এবং আনুপাতিকহারে মন্ত্রীত্ব দিতে হবে। এটা আওয়ামী লীগের কাছে কোনো করুনা নয়, আমাদের ন্যায্য হিস্যা। কর্মীসভায় হাজী মো. ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নগর জাপা নেতা আফতাব গনি, আমজাদ হোসেন পিন্টু, বিশাল হোসেন, হাজী শাহজাহান, কামাল হোসেন, মকবুল হোসেন প্রমুখ।
×