ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নারী বিয়ে, অবশেষে শ্রীঘরে

প্রকাশিত: ২১:৫৬, ২৭ অক্টোবর ২০১৮

রোহিঙ্গা নারী বিয়ে, অবশেষে শ্রীঘরে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা কিশোরীকে বিয়ে করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত আলিউল ইসলাম নামে স্থানীয় এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে। আজ শনিবার সকালে টেকনাফ থানা পুলিশ তাকে কক্সবাজার জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, গত বছরের সেপ্টেম্বরে অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিশোরী তছলিমা আক্তার উখিয়ার শফিউল্লাহ কাটা ময়নারঘোনার ১৬ নং ক্যাম্প ব্লক সি-১২ কক্ষে আশ্রিত রোহিঙ্গা মৌলবী জুহুর আহম্মদের পালিত মেয়ে। তাকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে আসে টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলীর বাসিন্দা মৃত আবদুল মজিদের পুত্র আলিউল ইসলাম। জানা গেছে, দন্ডিত ওই যুবক ইতোপূর্বে রোহিঙ্গা কিশোরী ইয়াছমিন আক্তার (১৬) ও শাবনাজ পারভিন (২৬) নামে আরও দুই রোহিঙ্গা মেয়েকে বিয়ে করেছিল। সর্বপ্রথম বিয়ে করে বাংলাদেশী এক কিশোরীকে। সর্বশেষ ৪র্থ রোহিঙ্গা বিয়ে করে ধরা পড়ে বিয়ে পাগল আলিউল ইসলাম। পুলিশ শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
×