ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানব মূত্র থেকে ইট

প্রকাশিত: ০৫:৩০, ২৭ অক্টোবর ২০১৮

 মানব মূত্র থেকে ইট

বিশ্বে প্রথমবারের মতো মানব মূত্র দিয়ে ইট তৈরি করতে সক্ষম হয়েছেন দক্ষিণ আফ্রিকার একদল শিক্ষার্থী। এই ইট প্রচলিত উপায়ে তৈরি ইটের চেয়ে ৪০ শতাংশ শক্ত। ইউনিভার্সিটি অব কেপটাউনের ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবনে বিশেষভাবে তৈরি প্রস্রাবাগারের মাধ্যমে সংগৃহীত মূত্রের সঙ্গে বালি ও ব্যাক্টেরিয়া মিশিয়ে এই ইট তৈরি করেছেন। ইটভাটার পরিবর্তে ঘরের তাপমাত্রাতেই ছাঁচের মাধ্যমে এই বায়ো-ইট তৈরি করা হয়েছে। আর এই ইট তৈরির উপজাত হিসেবে ব্যবহৃত হয়েছে রাসায়নিক সার তৈরির উপাদান নাইট্রোজেন ও পটাসিয়াম। প্রকল্পটির প্রধান ডক্টর ডিলন র‌্যান্ডাল বলেছেন, এ ক্ষেত্রে আপনারা এমন কিছু নিচ্ছেন যা বর্জ্য হিসেবে বিবেচিত এবং এর থেকে একাধিক পণ্য তৈরি হয়। যে কোন বর্জ্য প্রবাহের ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করা যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র মূত্র দিয়ে সিনথেটিক পণ্য তৈরির বিষয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তের শ্রেণীর শিক্ষার্থী সুজানে ল্যামবার্টই হচ্ছেন প্রথম যিনি মানবমূত্র দিয়ে ইট তৈরি নিয়ে কাজ করেছেন। ডিলন র‌্যান্ডাল আরও বলেন, যেভাবে ঝিনুক গঠিত হয় সেই মাইক্রোবায়াল কার্বনেট বৃষ্টিপাতের মাধ্যমে বায়ো-ইট তৈরি করা হয়। ডেইলি মেইল ও ডেইলি সায়েন্স অবলম্বনে।
×