ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রাথমিক স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ০৪:৪৩, ২৭ অক্টোবর ২০১৮

 প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রাথমিক স্বাস্থ্যসেবা

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের উদ্যোগে ১৫ দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা চলছে। নগর ভবনের ইতিহাসে প্রথমবারের মতো এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি। সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নিজেই এই কর্মসূচী তদারকি করছেন। ডিএসসিসির ৫টি অঞ্চলের ৫৭টি ওয়ার্ডের ৬৮টি কেন্দ্রে এ স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হচ্ছে। ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ১৮ অক্টোবর থেকে এ কর্মসূচী শুরু হয়েছে। আগামী ৩ নবেম্বর পর্যন্ত এটি চলবে। স্বাস্থ্যসেবার মধ্যে সর্দি, কাশি, ডায়রিয়াসহ প্রাথমিক চিকিৎসাগুলো দেয়া হচ্ছে। নারী ও শিশুসহ দরিদ্র মানুষকে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বেশি সেবা নিতে দেখা যাচ্ছে।
×