ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

প্রকাশিত: ০৪:৪১, ২৭ অক্টোবর ২০১৮

  চবিতে ভর্তি  পরীক্ষা  শুরু আজ

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। কলা ও মানববিদ্যা অনুষদের অধীন ‘বি’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু করতে যাচ্ছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও জালিয়াতিরোধে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, যদি কেউ পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের ১ ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁসের সুস্পষ্ট প্রমাণ দিতে পারে তবে প্রশাসন তা বিবেচনা করবে। এরপর কোন অভিযোগ গ্রহণ করা হবে না। এদিকে, ভর্তি পরীক্ষার সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে প্রায় সাত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নগরের মুরাদপুর-অক্সিজেন থেকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট পর্যন্ত ১৯টি পয়েন্টে যানজট নিরসনে কাজ করবে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখাসূত্রে জানা যায়, এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য চূড়ান্তভাবে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৬ হাজার ২শ’ ৪৭টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৮ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৪টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৪৪ হাজার ৪৩১ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৩৬ জন। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩১ হাজার ৭৯০ জনের। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ২৬ জন। ‘সি’ ইউনিটে ৪৪২টি আসনের বিপরীতে ১১ হাজার ৪৩৯ জন আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনে লড়বে ২৬ জন। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৩৮ জন লড়বে। উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৮৮৪ জনের। এই উপ-ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১৫ জন। আর ‘ডি১’ উপ-ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ২ হাজার ১৩৫ জন প্রার্থী আবেদন করেছেন। এই উপ ইউনিটে আসন প্রতি লড়বে ৭১ জন। এছাড়া ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর, ‘এ’ ইউনিটের ২৯ অক্টোবর, ‘সি’ ইউনিটের ৩০ অক্টোবর। উপ-ইউনিটগুলোর মধ্যে ‘বি১’-এর পরীক্ষা ৩১ অক্টোবর সকাল ১০ টায় এবং, ‘ডি১’-এর পরীক্ষা একই দিন দুপুর আড়াইটায়। শাটল ট্রেনে বিশেষ সার্ভিস ॥ ভর্তিচ্ছুদের সুবিধার জন্য প্রতিবারের ন্যায় এবারো শাটল ও ডেমু ট্রেনের নতুন সময়সূচী দেয়া হয়েছে। নতুন সময়সূচী হলো- নগরীর বটতলী রেলস্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টায়, সকাল সাড়ে ৬টায়, ৮টা ১৫ মিনিটে, ৮টা ৪৫ মিনিটে, ৯টা ১৫ মিনিটে (ডেমু), ১১টা ৪০ মিনিটে, ১২টায়, দুপুর ১টা ৫০ মিনিটে (ডেমু), বিকেল ৩টায়, ৪টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে যথাক্রমে সকাল ৭টা ০৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০টায়, সকাল ১০টা ৩০ মিনিটে (ডেমু), দুপুর ১টায় মিনিটে, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকেল ৩টায় (ডেমু), বিকেল ৫টায়, বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে।
×