ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে শ্রমিক লীগ নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেফতার নেই

প্রকাশিত: ০৪:৩৯, ২৭ অক্টোবর ২০১৮

 শ্রীপুরে শ্রমিক লীগ  নেতা খুনের  ঘটনায় মামলা, গ্রেফতার নেই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে শ্রমিকলীগ নেতা ওমর ফারুককে কুপিয়ে ও দু’হাত কেটে খুন করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে ঘটনার পরদিন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার জানায়, শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (২৬) বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি শ্রীপুরের কেওয়া পশ্চিমখ- গ্রামের বহেরার চালা এলাকার হাফিজুল ইসলামের ছেলে। কর্মস্থলে যাওয়ার পথে কয়েক যুবক তার পথরোধ করে। এ সময় যুবকরা ফারুককে অটোরিক্সা থেকে নামিয়ে জোরপূর্বক একটি পিকআপে উঠিয়ে কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যায়। যুবকরা সেখানে চাপাতি, দা ও ছুরি দিয়ে ফারুককে এলোপাতাড়ি কোপায় ও মারধর করে। এ সময় তারা ফারুকের কুনুই হতে দু’হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। ফারুক হত্যার এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় শ্রীপুরের কেওয়া পশ্চিমখ- এলাকার জালাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (৩০), সোহেল রানা (২৪), আলী হোসেনের ছেলে সাদ্দাম (২৫), বহেরারচালা গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে সোহেল রানা (২৪) ও কালিয়াকৈর উপজেলার কড়িচালা এলাকার মোবারক হোসেনের ছেলে বাবুল মিয়া (৪০)সহ ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকা-টি ঘটেছে বলে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
×