ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘গোল্ডেন সং’ এ গাইবেন রেজাউল আলম

প্রকাশিত: ০৪:২৭, ২৭ অক্টোবর ২০১৮

 ‘গোল্ডেন সং’ এ গাইবেন রেজাউল আলম

সংস্কৃতি ডেস্ক ॥ বৈশাখী টিভিতে আজ রাত ৮টায় তিব্বত লাক্সারি সোপ নিবেদিত ‘গোল্ডেন সং’ প্রচার হবে একজন শেকড় সন্ধানী শিল্পীর গান। এ অনুষ্ঠানে আজকের শিল্পীর নাম রেজাউল আলম। তিনি এ অনুষ্ঠানে শেকড় সন্ধানী কিছু গান গাইবেন। যা মানুষের হৃদয়কে নাড়া দেবে। তার কণ্ঠে গাওয়া ফোক এবং নতুন ও পুরনো দিনের আধুনিক গানগুলো মনে রাখার মতো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। রেজাউল আলম পেশায় একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছোটবেলা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করে আসছে। ওস্তাদ গয়া দা, বাবুরাম মহন্ত ও বড় ভাই আব্দুর রহিমের কাছে সঙ্গীতে হাতেখড়ি। পরবর্তীতে দীর্ঘ সময় ওস্তাদ মনোরঞ্জন মোদকের কাছে তালিম নেন। এছাড়াও উচ্চাঙ্গ সঙ্গীতে ওস্তাদ তমাল কান্তি লাহিড়ী ও নজরুল সঙ্গীতে ওস্তাদ গিয়াস আলীর কাছে নিয়মিত শিখছেন। নজরুল সঙ্গীতের প্রতি বিশেষ দুর্বলতা থাকলেও সবধরনের গান করে থাকেন। গান লেখা ও সুর করার অভ্যাস আছে। ২০০৬ সালে ‘নির্ঘুম রাত’ শিরোনামে ১২টি গান নিয়ে একটি অডিও এ্যালবাম প্রকাশ হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ও সঙ্গীত শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দেশীয় সংস্কৃতির বিকাশে ও সুস্থ সংস্কৃতির চর্চায় ২৫ বছরেরও অধিক সময় নিজেকে নিয়োজিত রেখেছেন।
×