ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেহানা জলি অসুস্থ

প্রকাশিত: ০৪:২৫, ২৭ অক্টোবর ২০১৮

রেহানা জলি অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ অভিনেত্রী রেহানা জলি। ক্যান্সারে আক্রান্ত হয়ে দেড় বছর গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। জলি বলেন, ফুসফুসে ইনফেকশন থেকে এখন সারা শরীরই আক্রান্ত হচ্ছে। গত দেড় বছর ধরে কিছুই করতে পারছি না। এখন তো সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। বোনদের সহায়তায় চিকিৎসা করছি। কিন্তু ক্যান্সার তো দীর্ঘমেয়াদী চিকিৎসা। এভাবে আর কতদিন চলতে পারব জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন। চিকিৎসার ব্যয়ভার বহন এখন আর তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না বলে প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন এ অভিনেত্রী। রেহানা জলি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তো অনেক সহযোগিতা পরায়ণ। শিল্পীদের পাশে তিনি সবসময় ছিলেন। আশা করি আমার অসুখের খবরটি তার কানে গেলে তিনিও আমার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রেহানা জলি। কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে রেহানা জলির যাত্রা শুরু হয়। অভিনয়ে জলি এতটাই পারদর্শী ছিলেন যে, প্রথম চলচ্চিত্র অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ‘মা ও ছেলে’র পর রেহানা জলি ‘নিষ্পাপ’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন। এজে মিন্টু পরিচালিত ‘প্রথম প্রেম’ চলচ্চিত্রে তিনি প্রথম নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেন। একজন মমতাময়ী মা হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তার বেশ সুনাম রয়েছে।
×