ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেরিন ড্রাইভের কলাতলী সড়কের বেহাল দশা

প্রকাশিত: ০৪:২৪, ২৭ অক্টোবর ২০১৮

 মেরিন ড্রাইভের কলাতলী সড়কের বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটিতে যাতায়াত করতে হয় কলাতলীর একটি সড়ক ব্যবহার করে। কিন্তু খানাখন্দে বেহাল এ সড়কটি। এ অবস্থার মধ্যেই যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে চালকদের। যদিও সংশ্লিষ্টদের আশ্বাস দ্রুত সময়ের মধ্যে শুরু হবে সংস্কারের কাজ। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। যার একপাশে সাগরের আঁচড়ে পড়া ঢেউ আর অন্যপাশে সবুজ পাহাড়। এই কারণে সড়কটি এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি নাম। এই মেরিন ড্রাইভ সড়কের সঙ্গে কক্সবাজার শহরকে যুক্ত করেছে কলাতলী বাইপাস। যা এক কিলোমিটার দীর্ঘ। কিন্তু সংকীর্ণ এই সড়কটির অবস্থা একেবারেই বেহাল। বৃষ্টিপাতে সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে বিপদজনক হয়ে উঠেছে সড়কটিতে চলাচল। ওয়ার্ড কাউন্সিলর কাজী মোরশেদ বাবু জানান, দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও এটির মেরামত হচ্ছে না। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, সড়কটি সংস্কারে দরপত্র শেষ হয়েছে, সামান্য জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে। মেরিন ড্রাইভ দেখতে পর্যটক আর রোহিঙ্গা ক্যাম্পে দেশী-বিদেশী মানুষের যাতায়াতের কারণে এই সড়কে যানবাহন চলাচল বেড়েছে কয়েকগুণ।
×