ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউনিয়ন পরিষদে মিনি শিশু পার্ক

প্রকাশিত: ০৪:২১, ২৭ অক্টোবর ২০১৮

ইউনিয়ন পরিষদে মিনি শিশু পার্ক

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ইটের প্রাচীর দিয়ে ঘেরা অংশে নির্মাণ করা হয়েছে একটি মিনি শিশু পার্ক। অজপাড়াগাঁয়ে এই মিনি শিশু পার্কটি গ্রামীণ শিশুদের চিত্তবিনোদনে নবদিগন্তের সৃষ্টি করেছে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্র্শে মাত্র ১৫ শতক জমিতে দোলনা, স্লিপার, ঘুরনি স্থাপন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে পানির ফোয়রা এবং সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির বাহারি ফুলের গাছ। এতে করে এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সীমানা প্রাচীরের ভেতরেই রয়েছে কমিউনিটি ক্লিনিক। এখানে প্রায় প্রতিদিন মায়েরা তাদের নিজের এবং শিশু সন্তানদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসেন। মায়েদের বসা ও শিশু সন্তানদের খেলার জন্য নির্মাণ করা হয়েছে একটি গোলঘর। ফলে কমপ্লেক্সের প্রধান দরজা দিয়ে ক্লিনিকে যেতে গেলে রাস্তার দু’ধারে দেখা মিলবে সারিবদ্ধ বাহারি সব ঝাউ এবং পাতাবাহার ফুলের গাছ। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা বেশ ক’জন শিশু সন্তানের মা বলেন, এখানে বাচ্চাদের খেলার সামগ্রী এবং ফুলের বাগান থাকায় ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে। কান্নাকাটি কওে না এবং আমাদের বসার ব্যবস্থা থাকায় আমাদের ছেলেমেয়েদের চিকিৎসাসেবা নিতে আমাদের কোন অসুবিধায় পড়তে হয় না। ভারশোঁ হাই স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম আব্দুস সালাম বলেন, ভারশোঁ ইউনিয়ন পরিষদের পাশেই একটি কমিউনিটি ক্লিনিক, স্কুল, কলেজ এবং মাদ্রাসা থাকায় এখানে ছোট ছেলেমেয়েরা প্রতিদিন সকাল-দুপুর-সন্ধ্যায় এসে খেলাধুলা করে। আমার জানামতে দেশের গ্রামীণ জনপদে এবং ইউনিয়ন পর্যায়ে কোন শিশু পার্ক এই প্রথম। ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে এলজিএসপি প্রকল্প ও পরিষদের নিজস্ব অর্থে ৩টি দোলনা, ২টি স্লিপার, ৪ আসনের একটি ঘুরনি স্থাপনের পাশাপাশি নির্মাণ করা হয়েছে একটি পানির ফোয়ারা। এতে আমাদের খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। অর্থ সহায়তা পেলে এই মিনি শিশু পার্কটির উন্নয়নের পাশাপাশি একটি লাইব্রেরি স্থাপনের পরিকল্পনাও আমাদের রয়েছে। এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বলেন, এ ধরনের সুযোগ-সুবিধা সাধারণত শহরের ছেলেমেয়েরাই পেয়ে থাকে। ভারশোঁ ইউনিয়ন পরিষদে সীমানা প্রাচীর থাকায় সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের কথা চিন্তা করে চেয়ারম্যানকে এই কনসেপ্ট বা ধারণা দিয়েছি। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা মা ও শিশু এবং এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা, বিনোদন এবং শিশুদের দৈহিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করেই ইউপি চেয়ারম্যানকে একটি মিনি শিশু পার্ক এবং একটি লাইব্রেরি তৈরি করার পরামর্শ দিয়েছি। পর্যায়ক্রমে মান্দা উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের যেখানে সীমানা প্রাচীর আছে, সেখানেও এরূপ মিনি শিশু পার্ক তৈরির চেষ্টা করা হবে। -বিশ্বজিৎ মনি, নওগাঁ থেকে
×