ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলা নেননি ওসি

প্রকাশিত: ০৪:১৭, ২৭ অক্টোবর ২০১৮

 প্রধানমন্ত্রীর ছবি  বিকৃতির মামলা  নেননি ওসি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফেসবুকে বিকৃতি করে প্রচার করার ঘটনায় মামলা না নেয়ার অভিযোগ উঠেছে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পালের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শোলক ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন মোল্লা জানান, গত কয়েকদিন আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে ওই ইউনিয়নের যুগিহাটী গ্রামের মৃত গোলাম মোস্তফা হাওলাদারের পুত্র সৌদি প্রবাসী বিএনপি নেতা শাহে আলম ওরফে কালু। শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা দীলিপ চন্দ্র দাস, জয়নাল আবেদীন বেপারীসহ একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সকল তথ্য প্রমাণ নিয়ে থানায় মামলা দায়ের করতে গেলেও ওসি শিশির কুমার পাল সারাদিন আমাদের থানায় বসিয়ে রেখে বিভিন্ন টালবাহানা করে মামলা নেননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ শিকদার বাচ্চু জানান, বিষয়টি আমি মোবাইল ফোনে জানতে পেরেছি।
×