ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ট্রাক উল্টে রিক্সাচালকসহ নিহত দুই

প্রকাশিত: ০৪:১৬, ২৭ অক্টোবর ২০১৮

 রূপগঞ্জে ট্রাক উল্টে রিক্সাচালকসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কোশাব এলাকায় ঘটে এ ঘটনা। নিহতরা হলেন, উপজেলার নরাবো টেকপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে রিক্সাচালক রিপন (৩২) ও মোস্তাফা মিয়ার স্ত্রী হামিদা বেগম (৪৩)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরাবটেক এলাকা থেকে হামিদা বেগম এক আত্মীয়কে নিয়ে রিপনের রিক্সায় করে ভুলতা এলাকার একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। কোশাব এলাকায় আসার পর মালভর্তি ট্রাকটি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সার ওপর উল্টে পড়ে যায়। এ সময় রিক্সাচালক রিপন ও হামিদা উভয়ে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়। অপরজন ছিটকে দূরে পড়ে গুরুতর আহত হয়। এ সময় শত শত এলাকাবাসী ছুটে এলেও ট্রাকের নিচে চাপা পড়ে থাকা রিপন ও হামিদার লাশ উদ্ধার করতে পারেনি। তবে, ঘটনার ৫ ঘণ্টায়ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে না আসায় উত্তেজিত জনতা এশিয়ান হাইওয়ের একটি বিআরটিসি বাস, একটি মাইক্রোবাস ও একটি সিএনজি গাড়ি ভাংচুর করে। পরে হাইওয়ে পুলিশ এসে রেকার এনে নিহতদের লাশ উদ্ধার করে। কটিয়াদীতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিক্সা উল্টে ইউনুস আলী (৪০) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। শুক্রবার সকালে কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া সরকারী খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিহত ইউনুস মিয়া নোয়াগাঁও গ্রামের বাড়ি থেকে অটোরিক্সা করে পান কেনার জন্য পাকুন্দিয়া উপজেলার মঠখোলার বটতলা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া এলাকায় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইউনুস মিয়ার মৃত্যু হয়।
×