ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাতে প্রশিক্ষণ ॥ সংগঠিত হচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী

প্রকাশিত: ০৪:১৫, ২৭ অক্টোবর ২০১৮

 রাতে প্রশিক্ষণ ॥ সংগঠিত হচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গাদের সংগঠন আল-ইয়াকিনের কয়েক ক্যাডার উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে আশ্রিত সন্ত্রাসী রোহিঙ্গাদের সংগঠিত করছে। সক্রিয় হয়ে উঠছে ডাকু প্রকৃতির রোহিঙ্গারা। তারা রাতের আঁধারে আশ্রয় শিবিরের পাশে খোলা জায়গায় ট্রেনিং দিচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, পুরনো রোহিঙ্গা নেতারা গত বছরে আসা রোহিঙ্গাদের ওপর নেতৃত্ব দিচ্ছে। তাদের নির্দেশ মতে চলতে হচ্ছে নতুন রোহিঙ্গাদের। ১৯৯২ সালে আসা কয়েক সন্ত্রাসী রোহিঙ্গার কারণে উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প উত্তপ্ত হয়ে উঠছে। কুতুপালং ব্লক-ডি-৪ এর সিরাজুল মোস্তফা, একই ক্যাম্পের ডি-১ এর জিয়াউর রহমান, তাহের ও বালুখালী-২ ক্যাম্পের রোহিঙ্গা নেতা মুসা আশ্রিত সাধারণ রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং ভাসানচরে যেতে রাজি না হওয়ার জন্য হুমকি দিচ্ছে। এসবের নেপথ্যে ভূমিকায় রয়েছে রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিম। তাদের কাছে রয়েছে একাধিক অস্ত্র। আরও জানা গেছে, ২৭ বছর ধরে একই স্থানে বসবাসের কারণে পুরনো রোহিঙ্গারা সকলের কাছে সুপরিচিত, অনেক জায়গা ও প্রশাসনের কর্মকান্ড, পথ-ঘাট চেনাজানা হয়ে গেছে তাদের। তারাই মূলত ক্যাম্পে প্রভাব বিস্তার করে নতুন আসা রোহিঙ্গাদের জিম্মি করে।
×