ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা ইরাকের নয়া প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৪:০১, ২৭ অক্টোবর ২০১৮

 মার্কিন নিষেধাজ্ঞার  বিরোধিতা ইরাকের  নয়া প্রধানমন্ত্রীর

ইরাকের নয়া প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, কোন দেশের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আরোপের পক্ষে নয় তার দেশ। ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেন তিনি। বৃহস্পতিবার নয়া মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ অবস্থান ঘোষণা করেন। আব্দুল মাহদি আরও বলেছেন, ইরাক নিজেও নিষেধাজ্ঞার কারণে অনেক ক্ষতির শিকার হয়েছে। ইরাক চায় অন্য কোন দেশ নিষেধাজ্ঞার শিকার না হোক। খবর ওয়েবসাইটের। ইরাকের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইনের বাইরের কোন নিষেধাজ্ঞা মেনে চলবে না তার দেশ। ইরাক কোন বন্ধুপ্রতীম দেশের ওপর হামলায় সমর্থন ও সহযোগিতা করবে না বলেও জানিয়ে দেন আব্দুল মাহদি। তিনি বলেন, ইরাক অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী। কোন ধরনের আগ্রাসনও মেনে নেয়া হবে না। বুধবার রাতে নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আদিল আব্দুল মাহদি। সংসদের প্রভাবশালী দুই জোট সায়েরুন ও আল-ফাতাহর সমর্থন রয়েছে।
×