ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে কে রিয়াদকে প্রশ্ন আঙ্কারার

প্রকাশিত: ০৪:০১, ২৭ অক্টোবর ২০১৮

 খাশোগিকে হত্যার নির্দেশ  দিয়েছে কে রিয়াদকে  প্রশ্ন আঙ্কারার

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডকে ঘিরে যেসব প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের জবাব দেয়ার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। খবর ওয়েবসাইটের। তিনি বলেছেন, জামাল খাশোগির পূর্বপরিকল্পিত হত্যাকান্ডের বিষয়ে এখনও কিছু প্রশ্ন রয়েছে যার জবাব আসা দরকার। রিয়াদকে বলতে হবে- কে খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছে এবং খাশোগির লাশ কোথায় রাখা হয়েছে। চাভুসওগ্লু আরও বলেন, সৌদি সরকার যে ১৮ জনকে আটকের ঘোষণা দিয়েছে তাদের কেন আটক করা হয়েছে তাও জানাতে হবে। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চাভুসওগ্লু এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা স্বীকার করছেন তারা এ হত্যাকান্ড ঘটিয়েছে কিন্তু তারা কেন বলছে না তার কোথায় লাশ।’ চাভুসওগ্লু বলেন, খাশোগি হত্যার মামলা আন্তর্জাতিক আদালতে তোলার ইচ্ছা নেই তুর্কী সরকারের। তবে আন্তর্জাতিক তদন্ত হলে তাদের কাছে তথ্য দিতে প্রস্তুত আংকারা। সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জিনা হাসপেল। তুরস্ক সফর শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফ করেন তবে ট্রাম্পকে কী বলেছেন তা জানা যায়নি। তুরস্ক সফরের সময় হাসপেল খাশোগি হত্যাকান্ডের ঘটনা নিয়ে রেকর্ড করা টেপ শুনেছেন। খাশোগি হত্যাকান্ডের ঘটনা তদন্তের জন্য চলতি সপ্তাহে হাসপেল গোপনে তুরস্ক সফর করেন। এ সময় তুর্কী গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা অডিও টেপ তিনি শোনেন। তুর্কী কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট ভবনে খাশোগিকে নির্যাতনের পর হত্যা করা হয় এবং তার দেহ টুকরো টুকরো করা হয়। এদিকে, সৌদি আরবের সরকারী কৌঁসুলি বলেছেন, ‘পূর্ব পরিকল্পনা’ অনুসারে খাশোগিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, তুরস্কের পক্ষ থেকে যেসব তথ্য সরবরাহ করা হয়েছে তা থেকে এটা নিশ্চিত হয় যে, এ হত্যাকান্ড পূর্বপরিকল্পিত। সৌদি সরকারি কৌঁসুলির এ বক্তব্যে খাশোগি হত্যাকান্ডের ঘটনা নতুন মোড় নিল বলে মনে করা হচ্ছে। এর আগে তুর্কী প্রেসিডেন্টের উপদেষ্টা ইলনুর চেভিস বলেছেন, সৌদি যুবরাজের হাত সাংবাদিক জামাল খাশোগির রক্তে রঞ্জিত।
×