ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে অস্ত্রসহ ১৩ মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত: ০১:১৪, ২৬ অক্টোবর ২০১৮

সীতাকুণ্ডে অস্ত্রসহ ১৩ মামলার আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা,সীতাকুন্ড(চট্টগ্রাম)॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ১৩ মামলার আসামী নেজাম উদ্দিন প্রকাশ ডাকাত নেজাম(৩৫) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার গভীররাতে উপজেলার সোনাইছড়ি জোড়ামতল আল আমিন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন মহাসড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামী একই এলাকার সফিউল আলমের পুত্র। তার বিরুদ্ধে সীতাকুন্ড থানায় খুন,নারী ধর্ষণ,মাদক দ্রব্য ও ডাকাতির অভিযোগে ১৩টি মামলা রয়েছে বলে মডেল থানার উপ-পরিদর্শক মো.নাছির উদ্দিন ভ’ইয়া নিশ্চিত করেন। জানা যায়,উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা জোড়ামতল আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দেশীয় একটি এলজি নিয়ে ঘুরাফিরা করছিল বলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। পরে সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো.দেলওয়ার হোসেন উপ-পরিদর্শক নাছির উদ্দিন ভুইয়াকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠায় এবং কৌশলে পুলিশ তাকে আটক করে। আটক পরবর্তী আসামীর কাছ থেকে পুলিশ একটি দেশীয় তৈরী এলজি,তিনটি কাতূজ উদ্ধার করে। শুক্রবার বিকালে অস্ত্র মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি মো.দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অস্ত্রসহ আসামীকে গ্রেফতার করি,গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে অস্ত্র মামলা দেখিয়ে জেল হাজতে প্রেরণ করি।’
×