ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা-ইংল্যান্ড একমাত্র টি২০ আজ

প্রকাশিত: ০৬:৪৫, ২৬ অক্টোবর ২০১৮

শ্রীলঙ্কা-ইংল্যান্ড একমাত্র টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে ঘরের মাঠেই নাস্তানাবুদ হয়েছে সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে হারলেও অবশ্য শেষ ম্যাচে জ্বলে ওঠে লঙ্কানরা। সফরকারী ইংল্যান্ডকে ২১৯ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করার পর আত্মবিশ্বাস ভালভাবেই ফিরে পেয়েছে তারা। আজ সেই অনুপ্রেরণা নিয়েই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে একমাত্র টি২০ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এরপর টানা ৩ ম্যাচেই লঙ্কানদের হেসেখেলে পরাজিত করে ইংলিশরা। এবার নতুন করে আবার আরেক অধ্যায় শুরু হয়েছে লঙ্কানদের। এশিয়া কাপ ব্যর্থতার পর অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকেই বাদ পড়েছেন। তাকে কয়েক মাস আগেই ফেরানো হয়েছিল নেতৃত্বে। কিন্তু এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে তারা আফগানিস্তান ও বাংলাদেশের কাছে হেরে। এরপর দিনেশ চান্দিমাল অধিনায়ক হয়েও ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সুবিধা করতে পারেনি তারা। এখন অলরাউন্ডার থিসারা পেরেরার দায়িত্ব শেষ ওয়ানডেতে আত্মবিশ্বাস ফিরে পাওয়া দলকে একমাত্র টি২০ জেতানো। টি২০ দলে কিছু পরিবর্তন আছে শ্রীলঙ্কার। ২০ বছর বয়সী কামিন্দু মেন্ডিসকে দলে টানা হয়েছে। এছাড়া টি২০ অভিষেক হতে পারে ২৫ বছর বয়সী ডানহাতি পেসার কাসুন রাজিথার।
×