ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেত্রা কেভিতোভার বিদায়, রেড গ্রুপে স্টিফেন্স-কারবারের জয়

সবার আগে সেমিতে পিসকোভা

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ অক্টোবর ২০১৮

সবার আগে সেমিতে পিসকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের গ্রুপ পর্বের চূড়ান্ত ম্যাচেও জয়ের দেখা পেয়েছেন ক্যারোলিনা পিসকোভা। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে চেক প্রজাতন্ত্রের এই প্রতিভাবান খেলোয়াড় ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন তারই স্বদেশী পেত্রা কেভিতোভাকে। সেইসঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে সিঙ্গাপুরের এই টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেন তিনি। অন্যদিকে মৌসুমের শেষ মেজর এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচের সবকটিতেই পরাজয় দেখেছেন পেত্রা কেভিতোভা। সেইসঙ্গে সবার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেন দুইবারের উইম্বলডনজয়ী এই খেলোয়াড়। গত সপ্তাহে শুরু এই আসরের প্রথম ম্যাচেই হেরে যান কেভিতোভা। ইউক্রেনের এলিনা সিতলিনার কাছে হার মানেন তিনি। পরের ম্যাচে ক্যারোলিন ওজনিয়াকির কাছেও একই চিত্রনাট্য। লড়াইটাকে তিন সেটে নিয়ে যেতে পারলেও জয়ের মুখ দেখেননি তিনি। যে কারণে টুর্নামেন্টে টিকে থাকার জন্য পিসকোভার বিপক্ষে ম্যাচে সরাসরি সেটে জেতার দরকার ছিল তার। কিন্তু উল্টো স্বদেশী প্রতিপক্ষের কাছে হেরে সবার আগেই বিদায়ের স্বাদ পেতে হয় চতুর্থ বাছাই পেত্রা কেভিতোভাকে। দুটি গ্র্যান্ডস্লামের মালিক কেভিতোভা। দুটিই আবার উইম্বলডনে। ২০১৫ সালের পর আবারও খেলার সুযোগ পেয়েছিলেন সিঙ্গাপুরে। কিন্তু টানা তিন ম্যাচের সবকটিতে হেরে লজ্জাজনকভাবেই বিদায় নিতে হলো ডব্লিউটিএ ফাইনালস থেকে। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বছরের শেষ গুরুত্বপূর্ণ এই টেনিস টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিলেন ক্যারোলিনা পিসকোভা। ফলে দারুণ উচ্ছ্বসিত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই খেলোয়াড়। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি এর চেয়ে বেশি কী আর আনন্দিত হতে পারি? সত্যি কথা বলতে এই সপ্তাহে সবকিছুই খুব ভালভাবে কাজ করছে আমার। তবে এখনই শিরোপার কথা ভাবছি না...সেরাটা বের করে আনার জন্য আমার যা যা করা দরকার আমি সেটাই করতে চাই।’
×