ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ ঘুরে দাঁড়াতে চায় মৌসুমীরা

প্রকাশিত: ০৬:৪২, ২৬ অক্টোবর ২০১৮

আজ ঘুরে দাঁড়াতে চায় মৌসুমীরা

রুমেল খান ॥ শুরুটা ছিল রীতিমতো ব্যর্থতাময়। সেই ব্যর্থতার গ্লানি কাটিয়ে আজ ছন্দে ফিরতে মরিয়া মৌসুমীরা। মুদ্রার এপিঠ দেখে অভ্যস্ত যে দলের খেলোয়াড়রা ম্যাচের পর পর ম্যাচ অনায়াসে-দাপটে জিতে, সেই দলটিই এবার তাজিকিস্তানের দুশানবেতে দেখেছে মুদ্রার অপর পিঠটিও, যার নাম শোচনীয় হার। এএফসি অ-১৯ মহিলা চ্যাম্পিনশিপ বাছাইপর্বে (গ্রুপ ‘ডি’) নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৭ গোলে বিধ্বস্ত হলেও এখনও দ্বিতীয় রাউন্ডে নাম লেখানোর সুযোগ হাতছাড়া হয়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যাদের। সেই লক্ষ্যেই আজ বিকেল ৩টায় হিশর সেন্ট্রাল স্টেডিয়ামে মাঠে নামবে লাল-সবুজ বাহিনী। আজ তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। যারা নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে। কোরিয়া অনেক শক্তিশালী দল, ফলে তাদের কাছে হারটা অনুমেয়ই ছিল। কিন্তু হারে ব্যবধানটা অনেক বেশি হয়ে যাওয়াতেই হতাশ হয়ে পড়েছিল আঁখি-মনিকা-মারিয়ারা। তাদের মানসিকভাবে চাঙ্গা করতে গতকাল ডোপিংয়ের সেমিনারে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছিল। কোচ ছোটনের প্রত্যাশাÑ মেয়েরা যেন ওই হারের স্মৃতি দ্রুত ভুলে যায়। সবকিছু সামলে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় সবাই। তাজিকিস্তানকে সাত গোলে হারানো চাইনিজ তাইপেকে সমীহ না করে উপায় নেই বাংলাদেশ দলের। কোন সন্দেহ নেই, তাদের জন্য আজকের ম্যাচটিও বেশ কঠিন আর চ্যালেঞ্জের হতে যাচ্ছে। কোরিয়া ম্যাচে রক্ষণভাগে অনেক ভুলও করেছে আঁখিরা। তাইপের বিপক্ষে সেই ভুল করলেই সমূহ বিপদ। তাছাড়া এই ম্যাচ হারলেই বাছাইপর্ব থেকে বিদায়ঘণ্টা বেজে যাবে বাংলাদেশে। কাজেই এটা তাদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। তাই তাইপের বিপক্ষে জেতার প্রত্যয় কোচ ছোটনের, ‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমরা কিছু ভুল করেছি। তবে পরের ম্যাচে ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চাই না। চাইনিজ তাইপের বিপক্ষে ইতিবাচক ফলের জন্য ভাল খেলব আমরা।’ বাংলাদেশ অবশ্য আশা করতে পারে অতীত-ফলের জন্য। ২০১৬ সালে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চাইনিজ তাইপেকে তারা ৪-২ গোলে হারিয়েছিল। ওই ম্যাচের কজন খেলোয়াড়ই আজ বাংলাদেশ দলে খেলবে। কাজেই আশায় বাঁধতেই পারে তারা। বাছাইপর্বের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন এবং দুটি সেরা রানার্সআপসহ মোট ৮ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড। গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা শেষ, এখন সেরা দুটি রানার্সআপের একটি হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। ২৮ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে তাজিকদের মুখোমুখি হবে মৌসুমীরা। এ নিয়ে বাংলাদেশ অ-১৯ মহিলা দল এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে। প্রথমবার খেলেছিল ২০১২ সালে। সেবার তারা গ্রুপ পর্বে উজবেকিস্তানের কাছে ২-০ এবং ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয় রাউন্ডে আট দলের সেরা চারটি দল খেলবে তৃতীয় ও চূড়ান্ত রাউন্ডে। আগেই চূড়ান্ত রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে বসে আছে স্বাগতিক থাইল্যান্ড, জাপান, উত্তর কোরিয়া এবং চীন। শেষের তিনটি দল ২০১৭ আসরের শীর্ষ তিনটি দল। এখন দেখার বিষয়, ব্যর্থতার গ্লানি কাটিয়ে আজ চাইনিজ তাইপেকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লেখানোর আশা বাঁচিয়ে রাখতে পারে কি না বাংলার বাঘিনীরা।
×