ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা তিন জয় বার্সিলোনা ও বরুসিয়ার

প্রকাশিত: ০৬:৪০, ২৬ অক্টোবর ২০১৮

টানা তিন জয় বার্সিলোনা ও বরুসিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি খেলেননি। তবু বার্সিলোনার অপ্রতিরোধ্য যাত্রা থেমে থাকেনি। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মেসিকে ছাড়াই টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কাতালানরা। ‘বি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ ন্যুক্যাম্পে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। তবে ময়দানী লড়াইয়ে না থাকলেও ছেলে সিরোকে নিয়ে স্ট্যান্ডে বসে ম্যাচটি উপভোগ করেন মেসি। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গান গেয়েছেন কাতালান সমর্থকরা। হল্যান্ডের আইন্দহোভেন ও ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পারের মধ্যকার গ্রুপের আরেক ম্যাচ ২-২ গোলে ড্র হয়। বার্সার মতো অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ‘এ’ গ্রুপের ম্যাচে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া। ক্লাব ব্রুগে ও মোনাকোর মধ্যকার গ্রুপের অপর ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। টানা তিন জয়ে নকআউট পর্ব অর্থাৎ শেষ ষোলো অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বার্সা ও বরুসিয়া। ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসি। যে কারণে এই ম্যাচ তো বটেই রবিবার ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও খেলা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের। ব্যস্ত সূচীকে সামনে রেখে ম্যাচের শুরুতেই শঙ্কা ছিল তারকা খেলোয়াড় ও অধিনায়ককে হারিয়ে বার্সা কতটা নিজেদের মেলে ধরতে পারে। কিন্তু সব শঙ্কাকে পিছনে ফেলে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা ঠিকই নিজেদের প্রমাণ করেছেন। ৩২ মিনিটে ব্রাজিলিয়ানরা তারকা রাফিনহার গোলে এগিয়ে যাবার পর ৮৩ মিনিটে জর্ডি আলবার লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ হওয়ার পাশাপাশি জয়ও নিশ্চিত হয়। এই ম্যাচের পর এল ক্লাসিকোর আগে বার্সা কিছুটা স্বস্তিতে থাকতেই পারেন। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বার্সিলোনার। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ ভালভার্ডে বলেন, মেসির অনুপস্থিতিতে আমাদের নিজেদের প্রমাণ করাটা জরুরী ছিল। এটাই আমাদের সবার মাথায় ছিল। লুইস সুয়ারেজ, আর্থার মেলো ও ফিলিপ কুটিনহো প্রত্যেকেই ভাল খেলেছে। এই মৌসুমে এর আগে একটি মাত্র ম্যাচে মূল একাদশে ছিলেন না মেসি। এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটিতে তার সহায়তায় বার্সিলোনা ম্যাচের শেষ প্রান্তে গোল করে সমতা ফিরিয়েছিল। সপ্তাহের শুরুতে ক্লাবের ওয়েবসাইটে একটি পোস্টে বলা হয়েছে, ‘বিচলিত হওয়ার কোন কারণ নেই, তাকে ছাড়া বার্সিলোনা খুব একটা খারাপ খেলবে না। বিষয়টি স্মরণ করে ভালভার্ডে বলেন, আমরা সবসময়ই একটি দল হিসেবে খেলার চেষ্টা করি। আমাদের নির্দিষ্ট একটি স্টাইল আছে, যেখানে মেসি তার অতি অসাধারণ কিছু দক্ষতা যোগ করে। যখন সে থাকে না তখন সবাই স্বাভাবিক খেলা খেলে যায়। এই জয়ে ক্লাসিকোর আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে কাতালানরা। চলতি মৌসুমে লা লিগায় নয় ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে রিয়াল। পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। তবে এজন্য রিয়ালকে পিছিয়ে রাখতে রাজি নন ভালভার্ডে। ইন্টার মিলানের বিপক্ষে জয়ের তিনি বলেন, এখন মাদ্রিদ আরও বিপজ্জনক হতে পারে। তারা আমাদের মুখোমুখি হতে এখানে আসবে। সঙ্কটের মধ্যে থেকে এলেও তারা তাদের শক্তি প্রদর্শন করতে চাইবে। কারণ তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। এদিকে টানা দুই জয়ের পর তিন নম্বর ম্যাচে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে এ্যাটলেটিকো। দলটির কোচ দিয়াগো সিমিওনের ক্যারিয়ারে এমন হার খুব কম সময়ই এসেছে। প্রথমার্ধে এ্যালেক্স উইটসেলের গোলে এগিয়ে যায় বরুসিয়া। বিরতির পর ৭৩ থেকে ৮৩Ñএই ১১ মিনিটের মধ্যে তিন গোল হজম করে বসে অতিথি এ্যাটলেটিকো। রাফায়েল গুরেইরোর জোড়া গোলের পর ৮৩ মিনিটে শেষ গোলটি ইংলিশ উইঙ্গার জ্যাডন সাঞ্চোর। এ নিয়ে টানা ছয় ম্যাচ জয়ের পথে মাত্র পাঁচ গোল হজমের বিপরীতে ২৬ গোল করল জার্মান ক্লাবটি। সিমিওনের জন্য এ্যাটলেটিকো কোচ হিসেবে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার। ২০১১ সালে স্প্যানিশ ক্লাবটির কোচের দায়িত্ব নেন এই আর্জেন্টাইন। তার হাতে ইউরোপের অন্যতম সেরা শক্তিতে পরিণত হয়েছে এ্যাটলেটিকো। এ সময়ে লা লিগা ও ইউরোপা লীগ জয়ের সঙ্গে দুইবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও খেলেছে মাদ্রিদের ক্লাবটি।
×