ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুটি মাইলফলকে নতুন উচ্চতায় মুশফিক

প্রকাশিত: ০৬:৩৯, ২৬ অক্টোবর ২০১৮

দুটি মাইলফলকে নতুন উচ্চতায় মুশফিক

মোঃ মামুন রশীদ ॥ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের যাত্রা নিয়মিত হওয়ার পর থেকে মূলত দু’জন উইকেটরক্ষককে ধারাবাহিকভাবে দেখেছে বিশ্ববাসী। খালেদ মাসুদ পাইলট অবসর নেয়ার আগ মুহূর্তেই ব্যাটসম্যান হিসেবে দলে সুযোগ করে নিয়েছিলেন মুশফিকুর রহীম। গত ১২ বছর ধরে তিন ফরমেটেই প্রতিনিধিত্ব করছেন তিনি বাংলাদেশ দলকে। মিডলঅর্ডারের অন্যতম ভরসা হয়ে ওঠা বগুড়ার ছেলে মুশফিক নিজেকে ধীরে ধীরে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ক্রমান্বয়ে। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি প্রথম বাংলাদেশী উইকেটরক্ষক হিসেবে পেরিয়েছেন ১০ হাজার রানের মাইলফলক। সফরকারী জিম্বাবুইয়ের বিপক্ষে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ৪০ রান করার পথে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে এই কৃতিত্বের মালিক হয়েছেন। পরে উইকেটের পেছনে তিনটি ক্যাচ নিয়ে প্রথম বাংলাদেশী উইকেরক্ষক হিসেবে ২০০ ওয়ানডে ডিসমিসালের মালিকও হয়েছেন। ওয়ানডেতে ব্যাট হাতে ৫০০০ এর বেশি রান এবং ২০০ ডিসমিসাল অর্জনের ক্ষেত্রে ওয়ানডে ইতিহাসের পঞ্চম তিনি। আরও চমকপ্রদ কিছু রেকর্ড হয়েছে তার। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটে ১০ হাজার রান ছোঁয়া থেকে মাত্র ৪০ রান দূরে ছিলেন মুশফিক। কিন্তু প্রথম ওয়ানডেতে মাত্র ১৫ রান করেই সাজঘরে ফেরেন। ফলে অপেক্ষায় থাকতে হয়েছে ৩১ বছর বয়সী এ বাংলাদেশীকে। দ্বিতীয় ওয়ানডেতে সাগরিকায় ৫২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। এর মাধ্যমে তিনি ১০ হাজার রান পেরিয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশী হিসেবে এই মাইলফলক পেরিয়ে যান ওপেনার তামিম ইকবাল। সবার আগে ২০১৭ সালে দশ হাজারের মাইলফলক ছোঁয়া তামিম বর্তমানে বাংলাদেশের সেরা তিন ফরমেট মিলিয়ে ৩০৭ ম্যাচ খেলে ৩৪.৫৪ গড়ে ১১ হাজার ৮৮৪ রান করে। আর এ বছরের শুরুতে দশ হাজারে পা রাখা সাকিব ৩১৪ ম্যাচে ৩৩.৮৯ গড়ে করেছেন ১০ হাজার ৫৪২ রান। এবার এশিয়া কাপেই এ দু’জনের পর ওয়ানডে ক্রিকেটে তৃতীয় বাংলাদেশী হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। এবার তিন ফরমেটের রেকর্ডেও সাকিব-তামিমের কাতারে পৌঁছলেন তিনি। ক্রিকেট ইতিহাসে ৮২তম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি দেখালেন মুশফিক। ১০০১৫ রান করে তিন ফরমেট মিলিয়ে এ তালিকায় সর্বশেষও তিনিই। এখন ৫৫ নম্বরে আছেন তামিম আর সাকিব ৭৪ নম্বরে। এ ম্যাচে এটি ছিল তার দ্বিতীয় অর্জন। আগে ব্যাটিং করতে নামে জিম্বাবুইয়ে। আর তখন আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করেন মুশফিক। উইকেরক্ষক হিসেবে খালেদ মাসুদকে অনেক আগেই ছাড়িয়ে গিয়েছিলেন মুশফিক। ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত ১১ বছরে ১২৬ ওয়ানডে খেলে খালেদ মাসুদ ৯১ ক্যাচ ও ৩৫ স্টাম্পিংয়ে মোট ১২৬ ডিসমিসাল করেছিলেন। বাংলাদেশের ক্রিকেটে আর কোন উইকেটরক্ষককে দীর্ঘসময় দেখা যায়নি। ক্যারিয়ারের শেষ মুহূর্তে তার সঙ্গেই দেশের হয়ে ম্যাচ খেলতে শুরু করেন মুশফিক। ২০০৬ সালে তার অভিষেকের বছরেই খালেদ মাসুদের ক্যারিয়ারে যবনিকা ঘটে। তারপর থেকেই নিয়মিত খেলতে থাকা মুশফিক এখন পর্যন্ত ১৯৩ ওয়ানডে খেলেছেন। তবে উইকেটরক্ষকের ভূমিকায় ছিলেন ১৮২ ম্যাচে। বুধবার উইকেটের পেছনে দাঁড়ানোর আগে তার ডিসমিসালের সংখ্যা ছিল ১৯৮! হ্যামিল্টন মাসাকাদজার পর শন উইলিয়ামসের ক্যাচ ধরেই তিনি ২০০ পূর্ণ করেন। পরবর্তীতে সিকান্দার রাজার ক্যাচও নিয়েছেন তিনি উইকেটের পেছনে। এখন মুশফিকের ডিসমিসাল সংখ্যা ২০১। এর মধ্যে ১৫৯টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং আছে তার। তবে একাধারে ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ ডিসমিসালের রেকর্ডে এখন মুশফিকের অবস্থান ৫ নম্বরে। তার ওপরে আছেন শুধু শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৪২৩৪ রান ও ৪৮২ ডিসমিসাল), মহেন্দ্র সিং ধোনি (১০,১৪৩ রান ও৪২০ ডিসমিসাল), অস্ট্রেলিয়ার এ্যাডাম গিলক্রিস্ট (৯৬১৯ রান ও ৪৭২ ডিসমিসাল) এবং নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম (৬০৮৩ রান ও ২৪২ ডিসমিসাল)। শুধুমাত্র উইকেটরক্ষক হিসেবে যে ম্যাচগুলো খেলেছেন মুশফিক সেই ম্যাচগুলোয় ১৬৯ ইনিংস ব্যাট হাতে তিনি করেছেন ৪৬৮০ রান। এক্ষেত্রেও ইতিহাসের ৫ নম্বর অবস্থান তার। সাঙ্গাকারা ৩৬০ ম্যাচের ৩৪০ ইনিংসে সর্বাধিক ১৩ হাজার ৩৪১ রান করেছেন। এরপর আছেন ধোনি (১০,১৪৩), গিলক্রিস্ট (৯৪১০), জিম্বাবুইয়ের এন্ডি ফ্লাওয়ার (৫৮৪৫) ও মুশফিকের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৪৬৮০; ২২০ ইনিংস)। উইকেরক্ষক হিসেবে তিন ফরমেটে সেদিক থেকে মুশফিকের রান ৩০২ ম্যাচের ৩২৬ ইনিংসে ৮৯৩৮, অবস্থান এক্ষেত্রে ৬ নম্বরে। এখানেও সাঙ্গাকারা এগিয়ে। মুশফিকের ওপরে আছেন ধোনি, গিলক্রিস্ট, বাউচার ও ফ্লাওয়ার। আর তিন ফরমেট মিলিয়ে ডিসমিসালে মুশফিকের অবস্থান ইতিহাসে ১৫ নম্বরে। ৩৬২ ডিসমিসাল তার (২৮১ ক্যাচ ও ৮১ স্টাম্পিংয়ে)। এক্ষেত্রে সবার ওপরে বাউচার ৪৬৬ ম্যাচের ৪৯৮ ইনিংসে ৯৯৮ ডিসমিসাল করে (৯৫২ ক্যাচ, ৪৬ স্টাম্পিং)।
×