ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফিলিপিন্সে স্কাউট কনফারেন্সে বাংলাদেশের সাফল্য

প্রকাশিত: ০৬:২০, ২৬ অক্টোবর ২০১৮

ফিলিপিন্সে স্কাউট কনফারেন্সে বাংলাদেশের সাফল্য

১৫ থেকে ২০ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায় ফিলিপিন্স ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটসের ২৬তম কনফারেন্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস প্রধান জাতীয় কমিশনার ও দুদকের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খানের নেতৃত্বে ৬ ডেলিগেট, ২৩ অবজারভার, ১০ ইয়ুথ মেম্বার এবং ১৮ সফরসঙ্গীর একটি প্রতিনিধিদল ওই কনফারেন্সে অংশ নিয়ে প্রভূত সাফল্য অর্জন করেছে। এর মধ্যে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম খান অংশগ্রহণকারী ২৭ দেশের ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে এপিআর স্কাউট কমিটির সদস্য (২০১৮-২০২৪) নির্বাচিত হয়েছেন। এই কমিটি এশিয়া প্যাসিফিক অঞ্চলে স্কাউটিংয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ। বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের থার্টিন হুসার্স মুক্ত দলের রোভার আনিকা তাহসিন দুর্লভ এপিআর আউটস্ট্যান্ডিং স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৭ দেশের স্কাউটদের মধ্য থেকে নানা ধরনের পরীক্ষার মধ্য দিয়ে বেছে মাত্র ৫ জনকে এই এ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। বাংলাদেশ ছাড়াও ফিলিপিন্স, মালয়েশিয়া এবং রানার্স আপ হিসেবে ম্যাকাউ ও হংকং এই এ্যাওয়ার্ডে সম্মানিত হয়। -বিজ্ঞপ্তি উপ-সচিব পদোন্নতি পেলেন ২৫৬ কর্মকর্তা বিশেষ প্রতিনিধি ॥ অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিবের পর এবার উপ-সচিব পদে পদোন্নতি দিল সরকার। সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৫৬ কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ৭ সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। উপ-সচিব পদে পদোন্নতির মাধ্যমে এই বছর প্রশাসনের কর্মকর্তাদের তিন স্তরে পদোন্নতির সিদ্ধান্ত চূড়ান্ত হলো। এর আগে গত ২৯ আগস্ট ১৬৩ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও ২০ সেপ্টেম্বর ১৫৪ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয়া হয়।
×