ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দেশের প্রথম ডিজিটাল ভার্সিটি চলতি শিক্ষাবর্ষেই ভর্তির প্রস্তুতি নিচ্ছে

প্রকাশিত: ০৬:২০, ২৬ অক্টোবর ২০১৮

দেশের প্রথম ডিজিটাল ভার্সিটি চলতি শিক্ষাবর্ষেই ভর্তির প্রস্তুতি নিচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তির প্রস্তুতি নিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিএসএমআরডিইউ)। এ লক্ষ্যে বৃহস্পতিবার দেশের প্রথম এ ডিজিটাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ফ্লোর ভাড়া, প্রস্তাবিত দুটি অনুষদ ও একটি ইনস্টিটিউটের প্রয়োজনীয় বিষয় পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেছেন, ইউজিসি আন্তরিক হলে চলতি শিক্ষাবর্ষেই দুটি অনুষদ ও একটি ইনস্টিটিউট চালু করে শিক্ষার্থীদের পাঠদান শুরু করতে পারব। ইউনিভার্সিটির পাঠদান শুরু ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলির নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এরপর উপাচার্যের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। জানা গেছে, ইউনিভার্সিটির প্রস্তাবিত দুটি অনুষদের (প্রকৌশল অনুষদ, শিক্ষা ও গবেষণা অনুষদ) এবং একটি ইনস্টিটিউটের (ইনস্টিটিউইট ফর অনলাইন এ্যান্ড ডিসটেন্স লার্নিং) অধীনে বিভাগ, প্রোগ্রাম/কোর্স খোলার বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছে ইউজিসি।
×