ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহ ও নেত্রকোনায় মইনুলের বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ০৬:১৯, ২৬ অক্টোবর ২০১৮

ঝিনাইদহ ও নেত্রকোনায় মইনুলের বিরুদ্ধে ওয়ারেন্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নেত্রকোনা ও ঝিনাইদহে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মানহানির তিন মামলায় তার বিরুদ্ধে বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করা হয়। এদিকে কিশোরগঞ্জের এক মামলায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় তার বিরুদ্ধে ওসব মামলা করা হয়। এছাড়া মইনুলের বিরুদ্ধে সাতক্ষীরায় ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনার দায়ের করা মানহানি মামলার প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেছা আশরাফ বাদী হয়ে দ-বিধি ৫০০ ও ৫০১ ধারায় এ মামলাটি দায়ের করেন। ঝিনাইদহ ॥ মইনুল হোসেনের নামে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে ৫২০ কোটি টাকার পৃথক দুটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ৫০০ কোটি টাকা ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালমা ইয়াসমীন ২০ কোটি টাকার মানহানির অভিযোগে বৃহস্পতিবার মামলা দুটি দায়ের করেন। আদালতের বিচারক আসামিকে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন। কিশোরগঞ্জ ॥ সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় এবার কিশোরগঞ্জে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ১নং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিলকিছ বেগম। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল হক শামীম মামলাটি আমলে নিয়ে আগামী ২৬ নবেম্বর মামলার পরবর্তী তারিখে আসামিকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। সাতক্ষীরা ॥ ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে থেকে ব্যানার ও প্ল্যাকার্ডসহ একটি ঝাড়ু মিছিল বের হয়। রংপুর ॥ রংপুরের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেফতার হলেও বৃহস্পতিবার ওই মামলার খ- নথি না আসায় জামিন শুনানি হয়নি।
×