ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেটে বন্ধুরা ডেকে নিয়ে খুন করেছে ছাত্রলীগ কর্মীকে

প্রকাশিত: ০৬:০৮, ২৬ অক্টোবর ২০১৮

সিলেটে বন্ধুরা ডেকে নিয়ে খুন করেছে ছাত্রলীগ কর্মীকে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সোনারপাড়ায় এই খুনের ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন (২২) নগরীর তেররতন এলাকার আবুল কালামের ছেলে। জানা গেছে, মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ব্যাপারে নগরীর শাহপরান থানার ওসি আক্তার হোসেন জানান, জাহিদের কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে এই তথ্য পেয়েছে। খুনের কারণ জানা যায়নি। গাজীপুরে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা ॥ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে বৃহস্পতিবার শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার দু’হাত বিচ্ছিন্ন কওে ফেলা হয় । নিহতের নাম ওমর ফারুক (২৭)। শ্রীপুর পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক কেওয়া পশ্চিম খ- গ্রামের বহেরার চালা এলাকার হাফিজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের ভাতিজা। নিহতের পিতা হাফিজুল ইসলাম ও শ্রীপুর মিজানুর রহমান মহিলা কলেজের শিক্ষক মাসউদসহ স্থানীয়রা জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় আমেরিকান টোবাকো নামের সিগারেটের একটি প্রতিষ্ঠানে স্থানীয় বাজারজাতকারী কর্মকর্তা হিসেবে চাকরি করতেন ফারুক। তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। অটোরিক্সা যোগে যাওয়ার পথে মাওনা-বারতোপা সড়কের মসজিদ মোড় এলাকায় পৌঁছলে স্থানীয় সুমন ও বাবুলসহ ৮/১০ দুর্বৃত্ত ফারুকের পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এ সময় যুবকরা জোরপূর্বক ফারুককে একটি পিকআপে উঠিয়ে কড়ইতলা বাজার এলাকায় নিয়ে যায়। যুবকরা সেখানে চাপাতি, দা ও ছুরি দিয়ে ফারুককে এলোপাতাড়ি কোপায় এবং তার দু’হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে তারা দু’হাত বিচ্ছিন্ন অবস্থায় ফারুককে কেওয়া পশ্চিম খ- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হাত দু’টিসহ ফারুককে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতাল ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তার ছেলেকে ঘাতকরা হত্যা করেছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি নিহতের বাবা। শ্রীপুর উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাসনিয়া আক্তার জানান, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে। দু’হাত বিচ্ছিন্ন ছাড়াও তার সারা শরীরে আঘাতের অনেকগুলো চিহ্ন রয়েছে। এদিকে শ্রমিক লীগ নেতা ফারুক হত্যার ঘটনার প্রতিবাদে এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। খুনের এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে শ্রমিক লীগ ও ক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ দেখেন এবং নিহতের স্বজনদের সান্ত¡না দেন। এ সময় তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। শ্রীপুর মডেল থানার ওসি জাবেদুল ইসলাম জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিকেল পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
×