ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কারপন্থী ১১ নেতার বিএনপিতে প্রত্যাবর্তন

প্রকাশিত: ০৬:০৮, ২৬ অক্টোবর ২০১৮

সংস্কারপন্থী ১১ নেতার বিএনপিতে প্রত্যাবর্তন

স্টাফ রিপোর্টার ॥ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফিরলেন দলের সংস্কারপন্থী ১১ নেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত করে তারা দলে ফেরার ঘোষণা দেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের দলে ফিরিয়ে নেয়া হয়। এখন থেকে তারা বিএনপির সব কর্মকা-ে নিয়মিত অংশ নেবেন বলে জানান। যারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফিরে এলেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, সাবেক সাংসদ নূরুল ইসলাম মনি, ডাঃ জিয়াউল হক মোল্লা, জিএম সিরাজ, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, নজির হোসেন, আলমগীর কবির, আবু হেনা, আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, শহীদুল আলম তালুকদার ও আাতাউর রহমান আঙ্গুর। এ সময় সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপন ও সরদার সাখাওয়াত হোসেন বকুলও উপস্থিত ছিলেন। তারা ২ জন ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে বিএনপিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন। এ ছাড়া দলের সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ কয়েকজনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এতদিন আনুষ্ঠাসিকভাবে বিএনপিতে না ফিরলেও বিচ্ছিন্নভাবে দলীয় কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিলেন সংস্কারপন্থী এসব নেতা। এদের মধ্যে কেউ কেউ আগেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার আগে তার সঙ্গে দেখা করে দলে ফিরার আগ্রহ প্রকাশ করেন। তবে তারা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার আগ্রহ ব্যক্ত করেন। এতদিন কিছু না বললেও সম্প্রতি তাদের নির্বাচনে মনোনয়ন ও দলীয় পদ দেয়ার আশ্বাস দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এই ১১ সংস্কারপন্থী নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত করে দলে ফেরার ঘোষণা দেন। প্রসঙ্গত, ওয়ান-ইলেভেনের আগে বিএনপির শতাধিক সাবেক সাংসদ তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে সংস্কারপন্থী বিএনপি গঠন করেন। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এক পর্যায়ে সংস্কারপন্থীরাই সর্বস্তরে প্রাধান্য বিস্তার করেন। কিন্তু খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর এক পর্যায়ে সংস্কারপন্থীদের অধিকাংশ মূল দলে ফিরে আসেন। আর কিছু নেতা দলের বাইরে থেকে যান। বিএনপির বিগত জাতীয় কাউন্সিলে সকল সংস্কারপন্থীকে দলে ফিরে আসার আহ্বান জানানোর পরও কেউ কেউ দূরেই থেকে যান। জানা যায়, দলে ফিরে আসা সংস্কারপন্থীরা আগেই অতীতের কর্মকা-ের জন্য ক্ষমা চেয়ে বিএনপি চেয়ারপার্সনের কাছে আবেদন করেছেন। আবেদন করাদের মধ্যে বৃহস্পতিবার ১১ জন দলে আনুষ্ঠানিক যোগ দিয়েছেন। আরও ক’জন শীঘ্রই যোগ দেবেন বলে জানা গেছে। এ ১১ জনকে ফিরিয়ে আনার কাজে নেতৃত্ব দিয়েছেন সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি ও আন্দোলনের স্বার্থে নতুন রাজনৈতিক জোট ঐক্যফ্রন্ট গঠনের পাশাপাশি দলের সংস্কারপন্থীদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় বিএনপি হাইকমান্ড। এরই অংশ হিসেবে ১১ সংস্কারপন্থী নেতা আনুষ্ঠানিকভাবে দলে ফিরে আসে। এর মাধ্যমে ৭ দফা দাবিতে মাঠের আন্দোলনে নামার আগে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় করতে চায় বিএনপি।
×