ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুয়া মুক্তিযোদ্ধার সাজা

চাকরি জীবনের সমস্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৬:০৭, ২৬ অক্টোবর ২০১৮

চাকরি জীবনের সমস্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করে চাকরি করায় নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এইচ এম গোলাম কিবরিয়ার চাকরি জীবনের সব বেতনাদি ফেরত দিতে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন এবং নোটিসের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। এর ফলে অবৈধভাবে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে চাকরি করে অবসরে যাওয়া ওই কর্মকর্তাকে তার চাকরির সব বেতন-ভাতাদি ভূমি অধিদফতরের জমা দিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এরপক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম বায়েজিদ। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শামীম হোসেন। এ বিষয়ে ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘তার বিরুদ্ধে মামলা দায়েরে আর কোন বাধা থাকবে না এবং চাকরি থেকে প্রাপ্ত সব বেতন-ভাতাদি সরকারী কোষাগারে তাকে জমা দিতে হবে। উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ জুন ভূমি, রেকর্ড ও জরিপ অধিদফতর থেকে তদন্তের পর গোলাম কিবরিয়ার চাকরি জীবনের সব বেতন-ভাতা সরকারী কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর সেই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার সেই রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
×