ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা দক্ষিণের রাস্তা ফুটপাথ নর্দমার উন্নয়ন একনেকে অনুমোদন

পাল্টে যাচ্ছে পুরান ঢাকার চেহারা, সাড়ে ৭৭৪ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৬:০২, ২৬ অক্টোবর ২০১৮

পাল্টে যাচ্ছে পুরান ঢাকার চেহারা, সাড়ে ৭৭৪ কোটি টাকার প্রকল্প

ওয়াজেদ হীরা ॥ বড় প্রকল্প দেয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে (ডিএসসিসি)। নাগরিক সেবা বাড়াতে ৭৭৪ কোটি ৬৭ লাখ টাকার প্রকল্পে ফুটপাথ-রাস্তা নর্দমা উন্নয়নে ব্যয় করা হবে। আর এই উন্নয়নের ফলে নাগরিক সেবার মানই শুধু বাড়বে না বরং শহরের চেহারাও পাল্টে যাবে। আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনসহ নর্দমা ও ফুটপাথ উন্নয়ন’ নামে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটি বাস্তবায়ন করবে। এটি বাস্তবায়নে মোট ব্যয়ের ৬১৯ কোটি ৭৩ লাখ সরকারী অর্থায়ন আর সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। চলতি বছর থেকে ’২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এর আগেও ঢাকা দক্ষিণের উন্নয়নে আমরা প্রকল্প দিয়েছিলাম সেগুলো এখনও চলমান। আর এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশন ভাঙাচোরা রাস্তা মেরামত ফুটপাথের উন্নয়ন এমনকি নর্দমার উন্নয়ন করতে পারবে। এতে নগরবাসীর অনেক উপকৃত হবে, বাড়বে নাগরিক সুবিধা। প্রকল্প সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৯৯৩ দশমিক ৪৪৯ কিলোমিটার রাস্তা, ৯৬১ দশমিক ৮৭ কিলোমিটার নর্দমা, ২১৭ দশমিক ৩৮ কিলোমিটার ফুটপাথ রয়েছে। ’১৭ সালে অতিরিক্ত বৃষ্টির ফলে ডিএসসিসি এলাকার বিভিন্ন স্থানে রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসব স্থানের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট উন্নয়নের জন্য পাঁচটি অঞ্চলের প্রকৌশল বিভাগ সরজমিনে জরিপ করে কাজের তালিকা ও ব্যয় প্রাক্কলন করা হয়। আরও জানা যায়, ডিএসসিসির আর্থিক সীমাবদ্ধতা থাকায় ৮০ শতাংশ সরকারী ও ২০ শতাংশ কর্পোরেশনের নিজস্ব তহবিলের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ২৩৮ দশমিক ৬৫ কিলোমিটার রাস্তা উন্নয়ন পুনর্বাসন, ৬২ দশমিক ৪৭ কিলোমিটার ফুটপাথ নির্মাণ, ১৪ দশমিক ৭১ কিলোমিটার ফুটপাথ মেরামত, ৫ দশমিক ২৩ কিলোমিটার মিডিয়ান নির্মাণ, ১৫০ দশমিক ৪০ কিলোমিটার নর্দমা নির্মাণ এবং ১০০ দশমিক ৯৭ কিলোমিটার নর্দমা মেরামতের কাজ করা হবে। প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হচ্ছে ২৪৩ দশমিক ৪২ কিলোমিটার রাস্তা উন্নয়ন পুনর্বাসন, ৫৮ দশমিক ৭৪ কিলোমিটার ফুটপাথ নির্মাণ, ২৩ দশমিক ৬৮ কিলোমিটার ফুটপাথ উন্নয়ন, ৫ দশমিক ২৩ কিলোমিটার মিডিয়ান নির্মাণ, ১৬৯ দশমিক ১০ কিলোমিটার নর্দমা নির্মাণ, ৮৮ দশমিক ৪২ কিলোমিটার নর্দমা উন্নয়ন ও ইউটিলিটি লাইন স্থানান্তর করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা জনকণ্ঠকে জানিয়েছেন প্রকল্পটি আমাদের জন্য নিয়ে আনন্দের। কর্মকর্তারা মনে করছেন, নাগরিক সেবাটা আরও ভালভাবে তারা দিতে পারবেন। নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেন, আমরা সবসময়ই চাই জনগণের সেবাটা ভাল হোক। অনেক সময় সাধ্যের বাইরে আমাদের কিছুই করার থাকে না। আমরা তবুও ভাল সেবাটা দেয়ার জন্যই কাজ করছি। আশা করছি মেয়র সাহেব এবার উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মানুষ ছাড়াও অন্যরা সেবার আওতায় আসবে। এছাড়াও এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাথ উন্নয়ন করা সম্ভব হবে। ফলে নাগরিক সেবার মান অনেক বাড়বে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জনকণ্ঠকে বলেন, সিটি কর্পোরেশনের কাজ হলো নগরে বসবাসরত মানুষের মধ্যে কি করে ভাল সেবা দেয়া যায়। আমরা সে কাজ করছি। আশা করছি এই প্রকল্পের মাধ্যমে আরও অধিকতর ভাল সেবাটা দিতে পারব। নগর সংশ্লিষ্টরাও মনে করছেন নগরের অন্যতম সুবিধা হলো রাস্তাঘাট ভাল থাকা। প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা দক্ষিণে অনেক সময় বৃষ্টিতে যে পরিমাণ ভোগান্তি হয় তার অনেকটাই কমে আসবে। এছাড়াও সড়ক ও ফুটপাথের চেহারাও পাল্টে যাবে। এদিকে, চলমান সংসদে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ঢাকা দক্ষিণ সিটিকে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় গত ১০ বছরে ১৯৩ দশমিক ৭১ কিলোমিটার ফুটপাথ নির্মাণ, পুনর্নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। বর্তমানে আরও ২০ দশমিক ৬৮ কিলোমিটার ফুটপাথ নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে আরও ৮২ দশমিক ৪২ কিলোমিটার ফুটপাথ উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হওয়া আট ইউনিয়নের মধ্যে চারটির সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নয়নের কাজ এখনও শুরু করতে পারেনি ডিএসসিসি। এসব এলাকার উন্নয়ন কাজ চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু করার কথা থাকরেও সংশ্লিষ্টরা বলছেন, শীঘ্রই কাজ শুরু হবে। নতুন এই চার ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের জন্য ৪৭৬ কোটি টাকার প্রকল্প দেয়া হয়েছে। বছরের শুরুতেই মান্ডা, ডেমরা, নাসিরাবাদ ও দক্ষিণগাঁও- এ চার ইউনিয়নের জন্য ৪৭৬ কোটি টাকা ব্যয়ে ৬৫.৭২ কিলোমিটার রাস্তা, ৪৮ কিলোমিটার নর্দমা, ৭.৯৫ কিলোমিটার ফুটপাথ ও ১৭টি আরসিসি ব্রিজ নির্মিত হবে। জানা গেছে, এসব কাজের জন্য বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলছে। নবেম্বর থেকে কাজ শুরু হবে। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর এবারই প্রথম উন্নয়নের ছোঁয়া পাচ্ছে এলাকাবাসী। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া অন্য চার ইউনিয়নে ৭৩৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া ইউনিয়নে ১৫২.৩৪ কিলোমিটার রাস্তা, ৬.১০ কিলোমিটার ফুটপাথ, ১৫৮.৫০ কিলোমিটার নর্দমা, ১৪৩.৪৭ কিলোমিটার রাস্তায় এলইডি লাইট স্থাপন এবং ৭০৬৩টি বৃক্ষরোপণসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম অনেকটা এগিয়েছে।
×