ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দরে দুই কোটি টাকার অবৈধ চালান আটক

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ অক্টোবর ২০১৮

চট্টগ্রাম বন্দরে দুই কোটি টাকার অবৈধ চালান আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে আসা ঘোষণাবিহীন আমদানির প্রায় দুই কোটি টাকার দুটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। চালানটিতে রয়েছে রাসায়নিক পণ্য। বৃহস্পতিবার কাস্টমস কর্মকর্তারা চালানটি আটক করে। কাস্টম সূত্রে জানা যায়, ডলোমাইট ঘোষণায় আনা চালান দুটির আমদানিকারক প্রতিষ্ঠানের নাম সার্ক ইঞ্জিনিয়ারিং। খালাসের দায়িত্বে ছিল এম রফিকুল ইসলাম এ্যান্ড কোম্পানি নামের একটি সিএ্যান্ডএফ প্রতিষ্ঠান। এতে রয়েছে ১১ লাখ ৫ হাজার ৩৯৯ কেজি ইউরিয়া ফরমালডিহাইড এবং ৫ লাখ ৪ হাজার ৯৮০ কেজি মেলামাইন ফরমালডিহাইড। ঘোষণার সঙ্গে এই আমদানি পণ্যের কোন মিলই পাওয়া যায়নি। শুলকরসহ চালান দুটির মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা। এ ব্যাপারে কাস্টম এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×