ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমুদ্র উপকূল ও মৎস্য উন্নয়নে বিশ্বব্যাংকের ঋণ

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ অক্টোবর ২০১৮

সমুদ্র উপকূল ও মৎস্য উন্নয়নে বিশ্বব্যাংকের ঋণ

স্টাফ রিপোর্টার ॥ সমুদ্র উপকূল ও সমুদ্র মৎস উন্নয়নে ঋণ সহায়তা দিচ্ছে বিশ^ব্যাংক। ‘সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের আওতায় ২৪০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে সংস্থাটি। যা স্থানীয় মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। প্রকল্পের মাধ্যমে চিংড়ি, তলদেশীয় ও ভাসমান প্রজাতির মাছের নিরূপণ জোরদার করা হবে। বাগদা চিংড়ির উৎপাদনশীলতা বৃদ্ধিসহ সামুদ্রিক মাছ আহরণে জোর এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণে টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এছাড়াও ব্লু-ইকনোমি ব্যবস্থাপনা জোড়দারের জন্য সরকারী গবেষণা বৃদ্ধি ক্ষুদ্রায়ন ও বাণিজ্যিক মৎস্য সম্পদ উন্নয়নে কার্যকর পরিবীক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম এবং বিশ^ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড. জাহিদ হোসেন।
×