ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বরগুনা যাচ্ছেন কাল, উৎসবের আমেজ

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী বরগুনা যাচ্ছেন কাল, উৎসবের আমেজ

নিজস্ব সংবাদদাতা, আমতলী ও বরগুনা, ২৫ অক্টোবর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় উপজেলা তালতলী আসছেন আগামীকাল শনিবার। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে জেলার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন বিকেল তিনটায় তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠের উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বরগুনা জেলা প্রশাসক মোঃ কবীর মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে বরগুনা সদরে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বরগুনা জেলা গ্রন্থাগার, বরগুনা পুলিশ লাইনের মহিলা ব্যারাক, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল নির্মাণ, ঘূর্ণিঝড়, সিডর ও আইলায় উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুর্নবাসন, বরগুনা- বাকেরগঞ্জ-কাঠালতলী-পাদ্রীশিবপুর-সুবিদখালী সড়ক, বরগুনা সদরের গৌড়িচন্না ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বামনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, আমতলী থানা ভবন, আমতলী ইউনুস আলী খান কলেজের ৪র্থ তলা একাডেমি ভবন কাম সাইক্লোন সেল্টার ও তালতলী একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এ সফরে আমতলী-তালতলী উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
×